টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপে বিপদেই আছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে পৌঁছাই তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এ গ্রুপে ইংলিশদের অবস্থান এখন সবার নিচে। এমন অবস্থায়ই আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছেন ইয়ন মরগানরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ইংলিশরা। আজকের জয়ই কেবল তাদের কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারে। তবে আজ ইংলিশরা হেরে গেলে লাভ হবে বাংলাদেশের। পরের তিন ম্যাচ জিতলেও ইংল্যান্ডের জন্য শেষ আটে পৌঁছা হবে দুষ্কর। আর বাংলাদেশ যদি হাতে থাকা চারটা ম্যাচের কোনো দুইটা জিতে যায় তবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে যে কোনো এক দলকে বিদায় নিতে হবে গ্রুপ পর্ব খেলেই। আজ বাংলাদেশের ক্রিকেটভক্তরা ফেবারিট ইংল্যান্ড নয় বরং আন্ডারডগ স্কটল্যান্ডেরই সমর্থন করবে।