মূল্য ৭০ ডলার!
মেলবোর্ন স্টেডিয়ামের মূল ফটকের সামনে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ করছেন ক্রিকেটের কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্রাডম্যান। ব্রাডম্যানের ঠিক পেছনেই বিশ্বকাপ ক্রিকেটের স্যুভেনির বিক্রয়ের দোকান। সেখানে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি, ক্যাপ বিক্রয় করা হচ্ছে। সেখানে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জার্সিগুলোর পাশে শোভা পাচ্ছে বাংলাদেশের জার্সি। জার্সিতে লেখা ৭০ অস্ট্রেলিয়ান ডলার। বাংলা টাকায় প্রায় সাড়ে ৪ হাজার।
বাংলাদেশ-ভারত ম্যাচ
অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে না পারায় হতাশা ব্যক্ত করেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে এক পয়েন্ট পায় টাইগাররা। যা কোয়ার্টার ফাইনালে খেলার আশাকে আরও বেশি সুপ্ত করেছে। এই পয়েন্ট নিয়ে যদি কোয়ার্টারে খেলতে পারে, তাহলে ভারতের মুখোমুখি হবে। সেই আশায় ভারত থেকে আসা ক্রীড়া সাংবাদিকরাও চাইছেন বাংলাদেশ-ভারত ম্যাচ। শুধু ক্রীড়া সাংবাদিকরা নন, ভারতীয় সমর্থকরাও চাইছেন দুই প্রতিবেশী রাষ্ট্রের খেলা।
কলকাতার বাবু
নাম ব্রজেশ্বর নাথ। বয়স ৬৭। থাকেন উত্তর কলকাতার শ্যামবাজারে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মেলবোর্নে এসেছেন খেলা দেখতে। কাল ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখেছেন। লাঞ্চ বিরতির সময় স্টেডিয়ামের এক নম্বরে দেখা হতেই জানতে চান, বাংলাদেশ থেকে এসেছি কিনা? বলতেই জড়িয়ে ধরেন। এরপর বলেন, 'খুব ভালো লাগছে বাংলাদেশের কাউকে পেয়ে। আমার বাড়ি বরিশাল। ১৯৬৫ সালের যুদ্ধের পর আমার বাবা পরিবার নিয়ে চলে আসেন ভারতে। সেই থেকে কলকাতাতেই আছি। আসার পর আর যাওয়া হয়নি বাংলাদেশে। তবে ইচ্ছে আছে। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা অনেক। আমি চাই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলুক।' ব্রজেশ্বর বাবুর মুখে ফুলচন্দন ফুটুক।