'ভালোই বলব। এমন একটা জয় দরকার ছিল। তা ছাড়া ম্যাচটা দেখে আমার স্বস্তি লেগেছে। এমন করেই তো খেলা উচিত। প্রথম ম্যাচে বাজে খেলার জন্য তো আমি হতাশ হয়ে পড়েছিলাম। যাক, এ ম্যাচে তিন শতাধিক রান করেছে ইংল্যান্ড। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আরও ভালো করতে হবে।' -নিজের কলামে কথাগুলো লিখেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড।
স্কটল্যান্ডকে ১১৯ রানের বড় ব্যবধানে হারানোর পর ক্রিকেটারদের বুকের ওপর থেকে মস্ত এক পাথর নেমে গেছে। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর আত্মবিশ্বাসই নষ্ট হয়ে গিয়েছিল ইংলিশদের। স্কটিশদের বিরুদ্ধে এই আত্মবিশ্বাসী জয় ইংলিশ ক্রিকেটারদের যে কতটা উৎফুল্ল করেছে তা ফেসবুকে ইয়ন মরগানের স্ট্যাটাস দেখেই বোঝা যায়। নিজের ফ্যানপেজে ইংলিশ অধিনায়ক লিখেছেন, 'কয়েকটি বাজে ম্যাচের পর পারফরম্যান্স করতে পারায় খুবই ভালো লাগছে। এ ম্যাচে দুর্দান্ত খেলেছেন মঈন আলী। ইয়ান বেল ও স্টিভেন ফিনও ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন।' এই জয়ে আশা জিইয়ে রাখল ইংল্যান্ড। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বল হাতেও দুই উইকেট নিয়েছেন মঈন আলী। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন পাকস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার।
গতকাল প্রথমে ব্যাটিং করে ওপেনিং জুটিতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। মঈন আলী ও ইয়ান বেল মিলে ১৭২ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। বেল ধৈর্যের পরিচয় দিয়ে ৮৫ বলে খেলেছেন ৫৪ রান। তবে মারকুটে ব্যাটিং করে ১০৭ বলে ১২৮ রানের ইনিংস খেলেছেন মঈন। সে কারণেই ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় স্কোর পায় ইংল্যান্ড। তবে কাল ইংলিশ বোলাররা ছিলেন অনেক বেশি হিসাবি। স্কটিশ ব্যাটসম্যানদের সুযোগই দেননি। মাত্র ১৮৪ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। স্টিভেন ফিন মাত্র ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৩০৩/৮ (৫০ ওভার) (মঈন ১২৮, বেল ৫৪, ব্যালান্স ১০, রুট ১, মর্গ্যান ৪৬, টেইলর ১৭, বাটলার ২৪, ওকস ১, ব্রড ০*, ফিন ১*; ডেভি ৪/৬৮, ব্যারিংটন ১/৪৩, ইভান্স ১/৪৬, মাজিদ ১/৫১, ওয়ার্ডল ১/৬০)
স্কটল্যান্ড : ১৮৪/১০ (৪২.২ ওভার) (কোয়েটজার ৭১, ম্যাকলয়েড ৪, কোলম্যান ৭, মাচান ৫, মমসেন ২৬, ব্যারিংটন ৮, ক্রস ২৩, ডেভি ৯, মাজিদ ১৫, ইভান্স ৯, ওয়ার্ডল ০*; ফিন ৩/২৬, ওকস ২/২৫, অ্যান্ডারসন ২/৩০, মইন ২/৪৭, রুট ১/২৭)
ফল : ইংল্যান্ড ১১৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : মঈন আলি।