বার্সেলোনা ন্যু ক্যাম্পে মালাগার মতো দলের কাছে ১-০ গোলে হেরেছে। অন্যদিকে নিউক্যাসলের মতো শক্তিশালী দলের বিপক্ষে ৫-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে ম্যানচেস্টার সিটি। দুই দলের আত্মবিশ্বাসের বিপরীত চিত্রটা কল্পনা করা যায়। এই বৈপরীত্য নিয়েই আজ ইত্তিহাদ স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-বার্সেলোনা। মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি এবং সার্জিও আগুয়েরো। দুই দল গত মৌসুমেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল। সেবার প্রথম লেগে ২-০ এবং দ্বিতীয় লেগে ২-১ গোলে ম্যানসিটিকে হারিয়েছিল বার্সেলোনা। এবারেও কি এমন ফলাফল ভক্তদের উপহার দিতে পারবেন মেসিরা! এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে জুভেন্টাস অ্যারিনায় খেলতে আসছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ড।