অনুশীলনের সময় হাতের আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিম। আঘাতের তীব্রতা জানতে স্ক্যান করানোর জন্য তাকে মেলবোর্নের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্ক্যান রিপোর্টে জানা গেছে, মুশফিকের আঘাত গুরুতর নয়। চোট পাওয়া আঙুলে কোনো ফ্র্যাকচারও ধরা পড়েনি।
মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে সকালে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের একটি বল মুশফিকের ডান হাতের আঙুলে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আঘাত গুরুতর মনে না হলেও কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় টিম ম্যানেজম্যান্ট।
বৃহস্পতিবার মেলবোর্নে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে ম্যান অব দি ম্যাচও হয়েছিলেন মুশফিকুর রহিম।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ এস আহমেদ/ রশিদা