ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোতে দীর্ঘ সাত বছর কোচের দায়িত্ব পালন করেছেন আর্সেন ওয়েঙ্গার। তার সময় ফ্রেঞ্চ ফুটবলের সেরা ক্লাব ছিল মোনাকো। সে সময় তারা জয় করেছিল লিগ ওয়ান ও ফেঞ্চ কাপ। রানার্স-আপ হয়েছিল ইউরোপিয়ান কাপ উইনারস কাপেও। সুখের সেই স্মৃতি সঙ্গে নিয়েই পরবর্তীতে আর্সেনালে পাড়ি জমিয়েছিলেন এই ফ্রেঞ্চম্যান। আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে মুখোমুখি হচ্ছে মোনাকোর। এমিরেটস স্টেডিয়ামে মুখোমুুখি হওয়ার সময় কোনোরকম আবেগে ভাসতে চান না আর্সেন ওয়েঙ্গার। তিনি নিজের পুরনো ক্লাবকে হারিয়েই দলকে পৌঁছে দিতে চান শেষ আটে। ওয়েঙ্গার বলেন, 'আমরা কঠোর সংগ্রাম করেছি নিজেদের ফর্মে ফিরিয়ে আনার জন্য। লিগেও নিজেদের ভালো অবস্থানে নিয়ে এসেছি।' গানাররা ৪৮ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে তিন নম্বরে অবস্থান করছে। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন। অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন।
আজ জার্মানির মাটিতে ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাবে স্প্যানিশরা।