সুয়ারেজের অসাধারণ পারফর্মে জয় পেয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল’র প্রথম খেলায় লিওলেন মেসি পেনাল্টি মিস করলেও সুয়ারেজের জোড়া গোলে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিকে।
খেলার ১৬ মিনিটেই ম্যানসিটির জালে বল পাঠিয়েছেন উরুগুয়েন তারকা সুয়ারেজ। ৩০ মিনিটে আবারও ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি। জোর্দি আলবার ক্রস থেকে গোল করেছেন সাবেক লিভারপুলের এই ফরোয়ার্ড।
গোল শোধে মরিয়া ম্যানসিটি দ্বিতীয়ার্ধে জালের ঠিকানা খুঁজে পেয়েছে। ৬৯ মিনিটে তাদের পক্ষে গোলটি করেন সার্জিও আগুয়েরো।
এদিকে জয় পেয়েছে ইতালির সিরি ‘এ’ দল জুভেন্টাস। তারা ২-১ গোলে জিতেছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। একটি করে গোল করেছেন তেভেস (১৩ মিনিট) ও মোরাতা (৪২ মিনিট)। ডর্টমুন্ডের পক্ষে একটি গোল শোধ করেছেন রেস (১৮ মিনিট)।