মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ক্রিকেটীয় শক্তি এবং পরিসংখ্যানের হিসাবে অনেক এগিয়ে লঙ্কান লায়নরা। তাছাড়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামছে। অন্যদিকে এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে লঙ্কানদের। এতকিছুর পরও আজ বাংলাদেশের মুখোমুখি হতে কিছুটা ভয়ই পাচ্ছে লঙ্কানরা! অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস তো এমনটিই বললেন গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।
'বাংলাদেশ অনেক কঠিন প্রতিপক্ষ। তাদের সঙ্গে সতর্ক হয়ে খেললেই কেবল ভালো ফলাফল করা সম্ভব হতে পারে।' গ্রুপ পর্বে শ্রীলঙ্কার চেয়ে সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ। আজ লঙ্কানরা পরাজিত হলে গ্রুপ পর্ব পাড়ি দেওয়াই কঠিন হয়ে যাবে লঙ্কান লায়নদের জন্য। তবে শ্রীলঙ্কার হয়ে শেষ বিশ্বকাপ খেলতে নামছেন মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। তাদের জন্যই বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান ম্যাথুস। তিনি বলেন, 'মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা দলকে অনেক ম্যাচে জয় উপহার দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষেও তাদের অভিজ্ঞতাই আমাদেরকে এগিয়ে দেবে। বিশেষ করে তাদের এ শেষ বিশ্বকাপে আমরা দারুণ কিছু করতে চাই।' অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও ভয়ে আছেন। কারণ, বাংলাদেশ এমন এক দল যারা যে কোনো দলকেই চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। লঙ্কান অধিনায়কের এ ভয় কি টাইগারদের বাড়তি উৎসাহ দিবে!