ইত্তিহাদ স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকারা পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। একদিকে লিওনেল মেসি এবং মাসকারেনো। অন্যদিকে সার্জিও আগুয়েরো, পাবলো জাবালেতা এবং ডেমিচেলিস। লড়াইয়ে মেসি-মাসকারেনোরাই শেষ পর্যন্ত জিতলেন। আর পুরো ম্যাচে মেসি-আগুয়েরোদের ছাড়িয়ে শ্রেষ্ঠত্বের খেতাব জিতে নিলেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তারই কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে ইত্তিহাদ স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে কাতালানরা।
লিওনেল মেসি পেনাল্টি মিস করেছেন ম্যাচের শেষ মুহূর্তে। তাতে অবশ্য বার্সেলোনার জয়ে কোনো পার্থক্য হয়নি। তবে মেসির পেনাল্টি মিসের ইতিহাসটা আরও একটু দীর্ঘ হলো। মেসির এই ব্যর্থতার আগেই লুইস সুয়ারেজ বার্সেলোনার জয়ের রসদ জোগাড় করে দিয়েছিলেন। ম্যাচের ১৬ এবং ৩০ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসি কোনো গোল না করলেও গোল করতে সাহায্য করেছেন সুয়ারেজকে।
ম্যানচেস্টার সিটির পক্ষে একমাত্র গোলটা করেছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি ৬৯ মিনিটে ডেভিড সিলভার এসিস্টে গোল করেন।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর প্রথম লেগে জয় পেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ওল্ড লেডিরা ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডকে। জুভেন্টাসের পক্ষে গোল করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ এবং আলভারো মোরাতা। বুরুসিয়া ডর্টমুন্ডের পক্ষে একমাত্র গোল করেছেন জার্মান তারকা রেয়াস।