উইকেটরক্ষক এনামুল!
আগের দিন অনুশীলনে পেসার তাসকিন আহমেদের বাউন্সারে ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। আঘাত বেশি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় অলিম্পিক স্পোর্টস মেডিসিন সেন্টারে। সেখানে আঙুলের এক্স-রে করা হয়। কিন্তু রিপোর্টে ফ্রাকচার পাওয়া যায়নি। তবে ব্যথা ছিল। ব্যথা থাকায় মনে হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মুশফিক। কিন্তু সব শঙ্কাকে দূর করে কাল ব্যাটিং করেন। ব্যাটিংয়ে বেশ সাবলীল মনে হয়েছে আফগানিস্তান ম্যাচ জয়ের নায়ককে। আজ খেললেও উইকেট কিপিং করতে নাও পারেন। এনামুলকে এ দায়িত্ব পালন করতে হতে পারে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তেমনই ইঙ্গিত দেন।
বোলিং করলেন শফিউল
বিশ্বকাপে খেলার কোনো সুযোগই ছিল না শফিউল ইসলাম সুহাশের। কিন্তু ভাগ্য দেবী সহায় থাকায় দ্বিতীয়বারের মতো খেলবেন ক্রিকেট মহাযজ্ঞে। ব্রিসবেনে অস্ট্রেলিয়া ম্যাচের আগের রাতে ম্যানেজমেন্টকে না জানিয়ে হোটেলের বাইরে গিয়েছিলেন আল আমিন। ফেরেন রাত ১২টায়। আকসুর রিপোর্টের পর টিম ম্যানেজমেন্ট আল আমিনকে প্রত্যাহার করে নেয় বিশ্বকাপ থেকে। ফেরতও পাঠায় দেশে। আল আমিনের পরিবর্তেই আনা হয়েছে শফিউলকে। গতকাল স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন পৌঁছান শফিউল। পৌঁছে বিশ্রাম না করে সকালে অনুশীলনে দীর্ঘ সময় বোলিং করেন এই ডান হাতি পেসার।
ভাবছেন না মাশরাফি
ক্যানবেরা, ব্রিসবেনে যা বলেছিলেন, মেলবোর্নে একই কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস নিয়ে আগের মতোই কালও বলেন, টস নিয়ে বাড়তি চাপে থাকতে রাজি নন। কেননা উইকেটে দুই সেসনে দুই রকম আচরণ করবে না। তাই টস জেতা, না জেতা নিয়ে কোনো সময় ব্যয় করতে চাইছেন না টাইগার অধিনায়ক।
গুরু সাকিব
বিগ ব্যাশ টি-২০ ম্যাচের সুবাদে বাংলাদেশের একমাত্র সাকিব আল হাসানের মেলবোর্ন ক্রিকেট মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি কারোর নেই। তাই কাল মেলবোর্নে এক বাঙালি দর্শক হাসতে হাসতেই বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের গুরু সাকিবই।