জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি, এই পৃথিবীতে যা কিছু হয়েছে তার পেছেনে অর্ধেক অবদান যেমন নরের তেমনি অর্ধেক অবদান নারীর। আবার বলা হয় নারীরা হলো পুরুষের প্রেরণা। আর সে কারণে বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টাইগারদের উৎসাহ ও প্রেরণা যোগাতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পত্নী উম্মে আহমেদ শিশির, উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের পত্নী জান্নাতুল ফেরদৌস মণ্ডি ও মাহমুদুল্লাহ রিয়াদের পত্নী জান্নাতুল কাওসার মিষ্টি।
যদিও এদিন টাইগাররা খেলেছে তাদের সবচেয়ে বাজে খেলা। ছেড়েছেন একের পর এক ক্যাচ, মিস করেছেন স্ট্যাম্পিংও। আর ব্যাটিংয়ে নেমেতো আরও যাচ্ছেতাই অবস্থা। ৫০ রানের আগেই সাজঘরে ফিরেছেন দলের প্রথম সারির তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুমিনুল হক। তবে আশার আলো হয়ে ওই তিনজন নারীর পতিদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামলেও এখনো কিন্তু ক্রিজে আসেননি সাকিব ও মুশফিক। তাই অবিশ্বাস্য কিছু দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।
উল্লেখ্য, বিয়ের পর এই প্রথম মুশফিকের খেলা দেখতে দেশের বাইরে এসেছেন মুশফিকের স্ত্রী।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব