শেন ওয়ার্নকে 'দালাল' বলে মন্তব্য করেছেন তার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ওয়ার্নের এক মন্তব্যের জের ধরে ওয়াহ ভ্রাতারা নিশ্চিত করে বলার চেষ্টা করছেন, 'অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলার চেষ্টা করে ওয়ার্ন নিশ্চয়ই দক্ষিণ আফ্রিকা বা ভারতের মতো দেশগুলোর কাছে থেকে অর্থ পাচ্ছে। সে দালালি করছে৷'
ধারাভাষ্যে প্রসঙ্গক্রমে ওয়ার্ন বলেছেন- 'দল চালাবে অধিনায়ক, কোচ নয়৷' এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওয়ার্নের সাবেক অধিনায়ক স্টিভ বলেছেন- 'টিমের ভেতরে কী চলছে, সে সম্পর্কে আমি ওয়াকিবহাল নই৷ তবে এমন মন্তব্য টিমকে মুশকিলে ফেলবে এ কথা নিশ্চিত করে বলতে পারি।'
সাবেক ক্রিকেটার কিম হিউজও বলেছেন, 'ওয়ার্নের উচিত মুখটা বন্ধ রাখা৷ ক্লার্ক আর লেম্যানে মধ্যে যাই থাকুক না কেনো, ওয়ার্ন ওদের কাজটাকে কঠিন করে দিচ্ছে৷' শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামছে অস্ট্রেলিয়া। তার আগে ‘কথা’র বাড়াবাড়ি রীতিমতো ঝড় উঠছে অস্ট্রেলিয়ান ক্রিকেটে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ