কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতিটি বেশ ভালোভাবে সেরে নিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুতেমালাকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে অস্কার তাবারেজের শিষ্যরা।
উরুগুয়ের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। আর একটি করে গোল করেন দিয়েগো রোলান, জিওর্জিয়ান ডি আরাসেইটা ও আবেল হার্নান্দেজ। অন্যদিকে, গুয়েতমালার হয়ে একমাত্র গোলটি করেন ডব্লিউ লেলিন।
এদিন, ম্যাচের তৃতীয় মিনিটেই আন্দ্রে পিরেইরার সহযোগিতায় দলের হয়ে লিড নেন রোলান। এরপর ম্যাচের ১৮ মিনিটে দলের লিড দ্বিগুন করেন কাভানি। আর খেলার ৩১ মিনিটে উরুগুয়ে পেনাল্টি পেলে তা থেকে দলের হয়ে তৃতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাইকার কাভানি। এরপর দু'দল আর কোনো গোলের দেখা না পেলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে আবারো গুয়েতমালার জালে বল জড়ান আরাসেইটা। আর দুই মিনিট পরেই সানচেজের সহায়তায় হার্নান্দেজ দলের হয়ে পঞ্চম গোলটি করলে বড় জয় নিশ্চিত করে কোপার বর্তমান চ্যাম্পিনরা। তবে ম্যাচের ৭৯ মিনিটে মার্কুয়েজের সহায়তায় লেলিন একটি গোল করে পরজয়ের ব্যবধান কমান।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৫/মাহবুব