২০১৫ সালের জন্য সেরা ৬ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে উইজডেন ইন্ডিয়া। তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পেয়ছেন টেস্ট স্পেশ্যালিস্ট ২৩ বছর বয়সী মুমিনুল হক। ২০১৪ সালে ব্যাট হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়েছেন টাইগার এই বাঁ হাতি ব্যাটসম্যান।
এশিয়ার পরিমন্ডলে উইজডেন ইন্ডিয়া পুরস্কার পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন, ভারতের আজিঙ্কা রাহানে, ঋষি ধাওয়ান ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ। এছাড়া পাকিস্তানের উমর আকমল ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এর আগে, বাংলাদেশের পক্ষে ২০১৩ সালে সাকিব ও ২০১৪ সালে মুশফিক এই স্বীকৃতি পেয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৫/মাহবুব