দুইদিনের ঢাকা সফরেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ক্রিকেট শব্দটি শোনা গেছে। এই খেলাটির মাধ্যমেও যে দুটি দেশ পরস্পরের সঙ্গে যুক্ত মোদির তার এক বক্তব্যে উল্লেখ করেছেন। মোদি বলেন, ‘আমরা শুধুই প্রতিবেশী নই। ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা, আত্মীয়তা এবং অবশ্যই ক্রিকেটের জন্য আবেগের দ্বারা আমরা একে অপরের সঙ্গে জড়িত।'
উল্লেখ্য, একটি টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে আগামীকাল সোমবার সকালে ঢাকা সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন থেকে ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। অার ১৮ জুন থেকে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট সিরিজ।
বিডি-প্রতিদিন/ ৭ জুন ২০১৫/শরীফ