আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিক আর অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
রবিবার সান জুয়ানে অনুষ্ঠিত এই ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি, কার্লোস তেভেজ, হাভিয়ের মাশচেরানো ও রবার্তো পেরেইরা। তারপরও বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে ল্যাতিন আমেরিকার এই ফুলবল পরাশক্তি। এ জয়ের ফলে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনা বাড়তি আত্মবিশ্বাস পাবে বলে মনে করছেন ফুলবল বিশেষজ্ঞরা।
এদিন ঘরের মাঠে দলের সেরা চারজনকে ছাড়াই ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের গোলের সূচনা করেন ডি মারিয়া। হাভিয়ের পাস্তোরের সহায়তায় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। ডি মারিয়ার গোলের চার মিনিটে পরেই দলের লিড দ্বিগুণ করেন আগুয়েরো। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এর দুই মিনিট পরেই আগুয়েরোর দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। আন্তর্জাতিক ম্যাচে এটাই তার প্রথম হ্যাটট্রিক। সেই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ৬১ ম্যাচে ২৬ গোল করলেন আগুয়েরো। এরপর ৫৫ মিনিটে পেনাল্টি থেকে ডি মারিয়া নিজের জোড়া গোল পূরণ করলে ৫-০ গোলের জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৫/মাহবুব