‘আরও একটা বছর থেকে যাও জাভি’-এ অনুরোধ ছিল বার্সেলোনার। ভক্তরা প্ল্যাকার্ড হাতে মাঠে হাজির। আমাদের ছেড়ে যেও না বন্ধু। কিন্তু জাভি হার্নান্দেজ শুনলেন না। শৈশব-কৈশোর আর যৌবনের ক্লাব ছেড়ে আরও কয়েকটা দিন খেলবেন বলে চলে যাচ্ছেন কাতারে। জাভি হার্নান্দেজ হয়ত একদিন ফিরবেন বার্সেলোনাতে। যেমন ফিরেছিলেন ইয়োহান ক্রুইফ, ফিরেছিলেন পেপ গার্ডিওলা আর লুইস এনরিকে। ভক্ত আর সতীর্থরা এই আশাতেই জাভি হার্নান্দেজকে চোখের জলে বিদায় দিতে রাজি হলো। কিন্তু একজন যোগ্য সেনানায়কের বিদায় কি খালি হাতেই হবে! মেসি-ইনিয়েস্তা অন্তত এমনটা হতে দিতে পারেন না। অধিনায়ককে বিদায় দিলেন একটা ইতিহাস গড়ে। মৌসুমের তিনটা শিরোপাই একে একে তুলে দিলেন ওরা জাভির হাতে। ইনিয়েস্তা যেমন শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে ঘোষণা দিলেন, ‘এই রাতটা ছিল জাভির জন্য।’ লা লিগা আর কোপা দেল রে কাপ জয় করেও একই বক্তব্য ছিল বার্সা তারকার। আর মেসি! গত একটা যুগ যে জাভি মেসিকে আগলে রেখেছেন বাইরের সব চাপ থেকে। কখনো বল বাড়িয়ে কখনো হাত বাড়িয়ে মেসিকে তুলে এনেছেন বিশ্ব সেরার সারিতে। সেই মেসি মুখ খুলেননি এখনো। কে জানে, মুখ খুলতে গেলে যদি চোখ বেয়ে অশ্র“ নেমে আসে! হয়ত সেই ভয়েই এখনো নিশ্চুপ মেসি। আর্জেন্টাইন জাদুকরের কাছে জাভি কেবল একজন সতীর্থ কিংবা বন্ধু নন অভিভাবকও। যার বকুনিতে মেসি জ্বলে উঠতে পারেন। মাঠে ঝরাতে পারেন গোলের ফুলকি! সেই জাভিকে মেসি-ইনিয়েস্তারা ক্যারিয়ারের সেরাটা দিয়েই বিদায় দিলেন। লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ছেড়ে যাওয়ার এমন গৌরব আর কজন বার্সা তারকার ভাগ্যে জুটেছে! জাভি বলেন, জুভেন্টাস নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ দল ছিল। তাদের বিরুদ্ধে শিরোপা জেতাটা অবশ্যই আনন্দের। আমি বিশ্বাস করি আমার প্রিয় দল বার্সা আগামীতেও আরও ভালো খেলবে এবং সমর্থকদের ট্রফি উপহার দেবে।
শিরোনাম
- গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প
- তুরস্কে ‘ডামি’ প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া : জেলেনস্কি
- এনসিপিদের সাদরে বরণ, জবি ছাত্রদের উপর টিয়ারশেল? প্রশ্ন রিজভীর
- রাজবাড়ী সদর হাসপাতালে ফের দুদকের অভিযান
- সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার
- সান্তাহারে প্রতিমা বিসর্জনের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- আইপিএলে অন্তত দুটি ম্যাচে মুস্তাফিজকে পাবে দিল্লি
- রাশিয়া-ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
- অ্যাপল পণ্যের উৎপাদনে চীনের বিকল্প ভারত
- কুলাউড়ায় শিশুসহ ১৪ জনকে পুশইন করল বিএসএফ
- ভারতে কারখানা নয়, অ্যাপলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের
- ‘টাকার আগে নিরাপত্তা’- বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে জনসনের বার্তা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০১ মামলা
- প্রাইভেট কার-থ্রি হুইলার সংঘর্ষে নারী নিহত
- জবির ‘যৌক্তিক’ দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের
- শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাবে রাজি ইমরান খান
- কুড়িগ্রামে বীজ ব্যবসায়ীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- গাজীপুরে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
- গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার: প্রেসসচিব
- চিকেন নেক এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা জারি ভারতের
জাভিকে বিদায়ী উপহার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর