গত এক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করছেন লিটন কুমার দাস। ওপেন থেকে শুরু করে মিডল অর্ডার, লেট মিডল অর্ডার-সব জায়গায় ব্যাটিং করতে পারেন তিনি। এছাড়া উইকেট কিপিংও করেন। কিপিং অলরাউন্ডার বেশ অনেকদিন ধরেই নক করছেন জাতীয় দলের দরজায়। কিন্তু এখন পর্যন্ত মাঠে নামা হয়নি লাল সবুজ পতাকার জার্সি পরে। তবে ছিলেন পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে। এবার রয়েছেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াডেও। স্কোয়াডে রয়েছেন এবং তার খেলার সম্ভাবনাও উজ্জ্বল। মাহামুদুল্লাহ রিয়াদের ইনজুরি তার খেলার বিষয়টি আরও নিশ্চিত করেছে। কাল নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ফাঁকে মিডিয়ার মুখোমুখিতে জানান, ভারতের বিপক্ষে খেলতে পারাটাকে সৌভাগ্য মানছেন।
২১ প্রথম শ্রেণির ম্যাচে ৫৩.৪১ গড়ে রান করেছেন ১৯২৩। ধারাবাহিক পারফরম্যান্সই তাকে দলভুক্ত করতে উদ্বুদ্ধ করেছে নির্বাচকদের। তাই নির্বাচকরা তাকে দলভুক্ত করেছেন ভারত স্কোয়াডে। হয়তো অভিষেকও হয়ে যতে পারে। টেস্ট খেলতে পারেন এই ভাবনায় উত্তেজিত লিটন। তবে তার চেয়ে উত্তেজিত অভিষেকটা ভারতের বিপক্ষে হচ্ছে বলে. ‘খেলব ভাবলে অবশ্যই উত্তেজিত। তবে সেটা তেমন নয়। আমি যদি সুযোগ পাই, তাহলে চেষ্টা থাকবে ভালো করার। একজন ক্রিকেটারের লক্ষ্য থাকে টেস্ট খেলার। আমিও খেলতে চাই। তবে আমার ভাবতে ভালো লাগছে, ভারতের মতো শক্তিশালী একটি দেশের বিপক্ষে খেলতে পারব ভেবে। কেননা ভারত অনেক শক্তিশালী একটি দল।’
যদি টেস্ট অভিষেক হয়েই যায়, তাহলে মুশফিকুর রহিমকে সরিয়ে কিপিং করতে দেখা যাবে। তিনি যে কিপিং করবেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে। বিসিবি সভাপতি বলেছিলেন, ইনজুরির জন্য ভারতের বিপক্ষে টেস্টে কিপিং করতে মুশফিককে দেখা নাও দেখা যেতে পারে। তখনই বুঝা গিয়েছিল লিটন খেলছেন। কিপিং করলেও কোন পজিশনে ব্যাটিং করবেন, এখনো ঠিক হয়নি। নির্বাচক প্যানেল চাচ্ছেন, তাকে সৌম্য সরকারের পজিশনে খেলাতে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এমন হলেও নিজে কোনো ইচ্ছা পোষণ করনেনি লিটন, ‘আমি সব পজিশনেই খেলতে পারি। আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। দল যেখানে চাইবে, সেখানেই খেলতে প্রস্তুত। ওপেন, ওয়ান ডাউন, মিডল অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে।’
লিটনকে বলা হয় সেরা তরুণ ক্রিকেটার। সোজা ব্যাটে ব্যাটিং করেন। কিপিংও মন্দ করেন না। সব মিলিয়ে ভবিষ্যতের উজ্জ্বল তারকা হওয়ার সব গুণই রয়েছে লিটনের। এখন শুধু প্রস্ফুটিত হওয়ার অপেক্ষা।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
কিপিংয়ে এবার লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর