গত এক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করছেন লিটন কুমার দাস। ওপেন থেকে শুরু করে মিডল অর্ডার, লেট মিডল অর্ডার-সব জায়গায় ব্যাটিং করতে পারেন তিনি। এছাড়া উইকেট কিপিংও করেন। কিপিং অলরাউন্ডার বেশ অনেকদিন ধরেই নক করছেন জাতীয় দলের দরজায়। কিন্তু এখন পর্যন্ত মাঠে নামা হয়নি লাল সবুজ পতাকার জার্সি পরে। তবে ছিলেন পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে। এবার রয়েছেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াডেও। স্কোয়াডে রয়েছেন এবং তার খেলার সম্ভাবনাও উজ্জ্বল। মাহামুদুল্লাহ রিয়াদের ইনজুরি তার খেলার বিষয়টি আরও নিশ্চিত করেছে। কাল নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনের ফাঁকে মিডিয়ার মুখোমুখিতে জানান, ভারতের বিপক্ষে খেলতে পারাটাকে সৌভাগ্য মানছেন।
২১ প্রথম শ্রেণির ম্যাচে ৫৩.৪১ গড়ে রান করেছেন ১৯২৩। ধারাবাহিক পারফরম্যান্সই তাকে দলভুক্ত করতে উদ্বুদ্ধ করেছে নির্বাচকদের। তাই নির্বাচকরা তাকে দলভুক্ত করেছেন ভারত স্কোয়াডে। হয়তো অভিষেকও হয়ে যতে পারে। টেস্ট খেলতে পারেন এই ভাবনায় উত্তেজিত লিটন। তবে তার চেয়ে উত্তেজিত অভিষেকটা ভারতের বিপক্ষে হচ্ছে বলে. ‘খেলব ভাবলে অবশ্যই উত্তেজিত। তবে সেটা তেমন নয়। আমি যদি সুযোগ পাই, তাহলে চেষ্টা থাকবে ভালো করার। একজন ক্রিকেটারের লক্ষ্য থাকে টেস্ট খেলার। আমিও খেলতে চাই। তবে আমার ভাবতে ভালো লাগছে, ভারতের মতো শক্তিশালী একটি দেশের বিপক্ষে খেলতে পারব ভেবে। কেননা ভারত অনেক শক্তিশালী একটি দল।’
যদি টেস্ট অভিষেক হয়েই যায়, তাহলে মুশফিকুর রহিমকে সরিয়ে কিপিং করতে দেখা যাবে। তিনি যে কিপিং করবেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে। বিসিবি সভাপতি বলেছিলেন, ইনজুরির জন্য ভারতের বিপক্ষে টেস্টে কিপিং করতে মুশফিককে দেখা নাও দেখা যেতে পারে। তখনই বুঝা গিয়েছিল লিটন খেলছেন। কিপিং করলেও কোন পজিশনে ব্যাটিং করবেন, এখনো ঠিক হয়নি। নির্বাচক প্যানেল চাচ্ছেন, তাকে সৌম্য সরকারের পজিশনে খেলাতে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা এমন হলেও নিজে কোনো ইচ্ছা পোষণ করনেনি লিটন, ‘আমি সব পজিশনেই খেলতে পারি। আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই। দল যেখানে চাইবে, সেখানেই খেলতে প্রস্তুত। ওপেন, ওয়ান ডাউন, মিডল অর্ডারে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে।’
লিটনকে বলা হয় সেরা তরুণ ক্রিকেটার। সোজা ব্যাটে ব্যাটিং করেন। কিপিংও মন্দ করেন না। সব মিলিয়ে ভবিষ্যতের উজ্জ্বল তারকা হওয়ার সব গুণই রয়েছে লিটনের। এখন শুধু প্রস্ফুটিত হওয়ার অপেক্ষা।
শিরোনাম
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
- যে কারণে আলাস্কা থেকে রাশিয়ায় নেওয়া হলো পুতিনের ‘মল’!
- সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম
- সীতাকুণ্ডে পৃথক দুটি স্থানে দুইজনের মরদেহ উদ্ধার
- সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা
- ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ
- বোয়ালমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত
- ইউজিসি সদস্য হিসেবে ড. আইয়ূব ইসলামের যোগদান
- রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- দিনাজপুরে ৭ গ্রামের মানুষের ৩০ বছর ধরে সেতুর অপেক্ষা
কিপিংয়ে এবার লিটন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর