জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের ৮টি অঞ্চলে ৬৪ জেলার অংশগ্রহণে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করবে ইপিলিয়ন গ্রুপ। গ্রুপটি আগামী ৩ বছরের জন্য অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবলে স্পন্সর ছাড়াও ভবিষ্যতে দেশের ফুটবলের উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দিয়েছে। অনুষ্ঠানে বাফুফে সহ-সভাপতি বাদল রায় ও ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল মামুন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ দেশের ফুটবল উন্নয়নে কাজে আসবে। এখান থেকে খেলোয়াড় বাছাই করে একাডেমিতে পাঠাব। আশা রাখি এখান থেকে নতুন নতুন ভালোমানের ফুটবলারের দেখা মিলবে। তিনি বলেন, ফুটবলে ডেভেলপমেন্ট কমিটি অক্লান্ত পরিশ্রম করছে। যার সুফলও পাওয়া যাচ্ছে। ফুটবলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবল ভালো অবস্থানে দাঁড়িয়ে যাবে।