একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজ বিমানে আজ সোমবার সকালে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল।
সফরসূচি অনুযায়ী, ৮ জুন বিশ্রাম নিয়ে ৯ জুন অনুশীলনের কথা ছিল সফরকারীদের। কিন্তু তা থেকে সরে এসেছে ভারত। কোচ রবি শাস্ত্রীর নির্দেশে ঢাকায় নেমেই আজ সোমবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে ভারতীয় দল। আর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একই সময়ে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সকালে ভারতীয় দল ঢাকায় এসেই দুপুর আড়াইটায় অনুশীলন করবে মিরপুরে। এরপর মঙ্গলবার একই সময়ে ফতুল্লায় অনুশীলনের সিডিউল রয়েছে তাদের।'
উল্লেখ্য, ভারতীয় টেস্ট দলের ৭ জুন ঢাকা আসার কথা থাকলেও শেষ পর্যন্ত একদিন পিছিয়ে ৮ জুন নির্ধারণ করা হয়। এই সফরে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। অন্যদিকে ৩টি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডি-প্রতিদিন/ ৮ জুন ২০১৫/শরীফ