তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। বিশ্বকাপে বিতর্কিত সেই কোয়ার্টার ফাইনালের পর দুই দল ওয়ানডেতে প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। তাই উত্তেজনা তুঙ্গে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-
উইকেট সম্পর্কে...
মহেন্দ্র সিং ধোনি : ভালোভাবে এখনো উইকেটটা দেখিনি। অনুশীলনের পূর্বে যখন উইকেট দেখতে গিয়েছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তাই গ্রাউন্ডসম্যান বলেছে পরে দেখতে। তবে ভালোভাবে উইকেটটা দেখতে হবে।
টিম কম্বিনেশন....
ধোনি : অবশ্যই এটা আমাদের সেরা দল। কেননা আমরা তো আর নতুন মৌসুম শুরু করতে যাচ্ছি না যে দল নিয়ে সমস্যা থাকবে। এখন চলতি মৌসুমের শেষ পর্যায়ে। বলতে পারেন, এটা অফ সিজন।
বাংলাদেশ ওয়ানডে দল সম্পর্কে...
ধোনি : তাদের ওয়ানডে দল খুবই শক্তিশালী। যদিও তারা দীর্ঘদিন থেকে ওয়ানডে খেলছে। বাংলাদেশের বেশ কয়েকজন ভালো মানের টি-২০ ক্রিকেটারও রয়েছে। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার মতো খেলোয়াড়ও তাদের দলে রয়েছে। আমি সবসময় বিশ্বাস করি, বাংলাদেশ খুব ভালো ওয়ানডে দল। টেস্ট ক্রিকেটেও তারা ভালো করছে।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল বিতর্ক সম্পর্কে...
ধোনি : কিসের বিতর্ক? কোন ম্যাচটির কথা আপনারা বলছেন? ও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল? ওটা তো বেশ কয়েক মাস আগের ঘটনা। আমি কয়েক দিন ধরে এমন বিতর্কের কথা শুনছি। ওটা আসলে খেলারই অংশ ছিল। এখানে বিতর্ক উঠবে কেন? একদল জিতবে, একদল হারবে এটাই তো স্বাভাবিক।
দুই দেশের মধ্যে ক্রিকেটে যে প্রতিদ্বন্দ্বিতা...
ধোনি : ক্রিকেটের জন্য এটা খুবই ভালো একটা দিক। প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ থাকলে উভয় দেশের ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্বের ভাবটা বেশি থাকে। উভয় দলের ক্রিকেটাররা নিজেদের দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তবে আমার লক্ষ্য থাকবে মাঠে এমন কোনো ঘটনা না ঘটে যাতে সম্পর্ক খারাপ হয়।
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় প্রসঙ্গে...
ধোনি : সত্যি কথা বলতে কি, আমরা সারা বছর টানা ক্রিকেট খেলে চলেছি, তাই অন্য কোনো দলের খেলা দেখা কঠিন। তবে আমাদের ভালো ভিডিও এনালাইসিস্ট আছে। তাই ওই সিরিজ সম্পর্কে ধারণা পাব। তাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ নিয়ে কিছু বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররাও অনেক ভালো।
টার্গেট কি?
ধোনি : অবশ্যই সিরিজ জয়।