কোপা আমেরিকায় নিজের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ পরাজয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে বড় ধরনের ধাক্কা খেল ব্রাজিল। শুধু ধাক্কা বললে ভুল হবে, একই দিনে জোড়া ধাক্কা খেল ব্রাজিল। শেষ আটে খেলতে হলে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন দলের সেরা তারকা নেইমার।
চিলির সান্তিয়াগোতে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বলে হাত লাগিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। একটু পরে হতাশায় বলে ঘুষি মেরেও পার পেয়ে যান বার্সেলোনার এই ফরোয়ার্ড। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশায় কলম্বিয়ার পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন। ম্যাচ শেষে ফেরার সময় রেফারি ছুটে গিয়ে লাল কার্ড দেখান নেইমারকে। বাক্কাকেও পেতে হয় একই শাস্তি।
এমনকি পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। আর ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে লজ্জাজনক হারের পর তৃতীয় স্থান নির্ধারণীতে নেদারল্যান্ডসের কাছেও হেরে বসেছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছিল কোচ লুইস ফেলিপে স্কলারিকে। দ্বিতীয় মেয়াদে ব্রাজিল কোচের দায়িত্ব হাতে তুলে নেন কার্লোস দুঙ্গা। তার অধীনে টানা ১১ ম্যাচ অপরাজেয় ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শিরোপার অন্যতম দাবিদার সেই ব্রাজিল কিনা ২৪ বছর পর কলম্বিয়ার কাছে হেরে বসল।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব