ঝড়ো ব্যাটে অর্ধশতক করে রানআউট হয়ে সাজঘরে ফিরলেন সৌম্য সরকার। ব্যাট হাতে তামিমকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন লিটন দাস। ১৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান।
ভারতের বিপক্ষে টস জিতে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০১ রান। ১৪তম ওভারের প্রথম বলে ৪ দিয়ে অর্ধশতক পূর্ণ করেন সৌম্য। কিন্তু ১৪ তম ওভারের চতুর্থ বলে ৫৪ রান নিয়ে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
বর্তমানে তামিম ইকবাল ৫৭ ও লিটন দাস ২ রানে ব্যাট করছেন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের।
এর আগে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনের। আর পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি পেসার মুস্তাফিজের।
চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। ১৪ জনের দল থেকে একাদশে নেই রনি তালুকদার, আরাফাত সানি ও মুমিনুল হক।
ভারত দলে নেই অক্ষর প্যাটেল, স্টুয়ার্ট বিনি, অম্বাতি রাইডু ও ধাওয়াল কুলকার্নি। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে অতিথিরা।
ভারতের সঙ্গে প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগুনোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ