টেস্টের পর বাংলাদেশ-ভারত ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটিতেও বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির আগ পর্যন্ত ১৫.৪ ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান। ব্যাটে আছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৫৭ রান) ও লিটন দাস (২ রান)।
এদিকে ৫৪ রান করে রান আউটে কাটা পড়েছেন সৌম্য সরকার। তামিম ইকবালও ফিফটি করেছেন। এটা তার ক্যারিয়ারের ৩০তম ফিফটি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী হন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। মাত্র ৪০ বলে দলীয় ফিফটি পূরণ করেন দুজন, যা ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম। এর আগে ২০১১ সালে ৩০ বলে দলীয় ফিফটি করেছিল বাংলাদেশ। ১৩.১ ওভারে দলীয় শতরান পূর্ণ করেন সৌম্য ও তামিম। কিন্তু হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরই ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন ঠাণ্ডা মাথার ব্যাটসম্যান সৌম্য।
বাংলাদেশ দলে আজ দুজনের অভিষেক হচ্ছে। লিটন কুমার ও মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন।
প্রথমবারের মতো চার পেসার নিয়ে ওয়ানডে খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মোর্তজার সঙ্গে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
রনি তালুকদার, মুমিনুল হক ও আরাফাত সানী দলের বাইরে থাকবেন।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারতীয় একাদশ:
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ