ভারতের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে সফররত ভারতকে ৩০৮ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৯.৪ ওভার খেলে ৩০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলকে উড়ন্ত সূচনাই দিয়েছেন এই দুই ওপেনার। ৮০ বলেই দলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার জুটি। তবে তারপরই ভাঙন ধরে বাংলাদেশ শিবিরে। একে একে ফিরে গেছেন সৌম্য, তামিম, লিটন দাস, মুশিফিকুর, সাব্বির, সাকিব, নাসির, রুবেল, তাসকিন, মাশরাফি।
এর আগে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করার পর পরই রান আউট হয়েছেন সৌম্য, ব্যক্তিগত ৫৪ রানে। তামিমও দেখা পেয়েছেন ক্যারিয়ারের ৩০তম হাফসেঞ্চুরির। ৬২ বলে ৬০ রান করার পরই তিনি ফিরে গেছেন উচ্চাভিলাসী এক শট খেলে। সৌম্যের জায়গায় ব্যাট করতে নামা অভিষিক্ত লিটন কুমার দাস (৮) নিজেকে প্রমাণ করতে পারেননি। ১৫.৪ ওভারে নেমেছিল বৃষ্টি। ফের খেলা শুরু হওয়ার পর পরই ফিরে গেছেন তামিম, লিটন এবং মুশফিকুর রহিম। সাকিবের ব্যাট থেকে এসেছে ৫২ রান। মুশফিকুর ১৪, নাসির করেছেন ৩৪, সাব্বির ৪১, মাশরাফি ২১, রুবেল ৪ ও তাসকিন ২। ইনিংসে অতিরিক্ত রান এসেছে ১৭।
বৃহস্পতিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ৩টায় শুরু হয়েছে দিবারাত্রির ম্যাচটি।
টেস্টে মাত্র একজন পেসার নিয়ে মাঠে নামলেও ওয়ানডেতে বাংলাদেশ দলে এই প্রথম ৪ পেসার খেলছেন। অধিনায়ক মাশরাফি ছাড়াও আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে দুজনের অভিষেক হয়েছে। একজন ব্যাটসম্যান লিটন দাস এবং অপরজন মিডিয়াম পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রণ অশ্বিন, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও মোহিত শর্মা।
বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৫/ এস আহমেদ