মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সৌম্য সরকার। বাঁ হাতি ব্যাটসম্যানকে বিশ্বকাপে স্কোয়াডে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল তখন! কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল ২২ বছরের তরুণের উপর। তার প্রতিদানও দেন ন্যাটা সৌম্য। ধারাবাহিকভাবে রান করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ করে দেন বাংলাদেশকে। সেই সৌম্য কাল খেললেন ক্যারিয়ারের ১১ নম্বর ওয়ানডে। সে সঙ্গে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে মুগ্ধতা ছড়ান। আরেক বাঁ হাতি ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে ভারতের বিপক্ষে গড়েন ১০২ রানের জুটি। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১২ নম্বর এবং টানা দ্বিতীয় শতরানের জুটি। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজেও ১৪৫ রানের জুটি গড়েছিলেন দুজনে। কাল দুজনের টানা দ্বিতীয় সেঞ্চুরির জুটিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো তিনশোর্ধ্ব ইনিংস খেলে বাংলাদেশ।
কাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে চার পেসার দিয়ে একাদশ সাজিয়ে চমক দেন টিম ম্যানেজমেন্ট। সেই চমক থাকতে থাকতেই বিস্মিত করেন সৌম্য ও তামিম। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, রবীচন্দন অশ্বিন, সুরেশ রায়না, রবীন্দ জাদেজাদের বোলিংকে সাধারণমানে নামিয়ে ১৩.৪ ওভারে ১০২ রান যোগ করেন স্কোরকার্ডে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে নাভিশ্বাস উঠেছিল ভারতীয় বোলারদের। প্রথম পাওয়ার প্লেতে দুজনে স্কোর বোর্ডে লিখেন ৭৯ রান। প্রথম ৫ ওভারে যেখানে ছিল ২৭ রান। সেখানে পরের ৫ ওভারে রান উঠে ৫২ রান! তামিম ও সৌম্য দুজনেই করেন হাফসেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা সৌম্য কাল সাজঘরে ফিরেন দুর্ভাগ্যজনকভাবে রান আউটের খড়গে পড়ে। ৫৪ রানের ইনিংসে এমন কিছু দৃষ্টিনন্দন অফ ড্রাইভ, পুল, গ্লাইড খেলেন, যার কাছে ম্লান দেখাচ্ছিল তামিমকে। ৪০ বলের ঝড়ো গতির ইনিংসে একটি ছক্কা ছাড়াও ছিল ৮টি বাউন্ডারি। ইনিংসের ১৪ নম্বর ওভারের চতুর্থ বলে মোহিতের ইয়র্কারকে কোনোরকমে ঠেকিয়ে দ্রুত সিঙ্গেল নিতে চাইলেন তামিম ও সৌম্য। কিন্তু জাদেজার দুর্দান্ত থ্রোইংয়ে রান আউট হন সৌম্য। সৌম্য সাজঘরে ফেরার পর আরও দুই ওভার খেলা হয়। এরপর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে ৫০ মিনিট। পুনরায় খেলা শুরু হলে তামিম ৬০ রানের বেশি করতে পারেননি। অশ্বিনকে লং অফ দিয়ে সীমানার বাইরে ফেলতে যেয়ে রোহিত শর্মার তালুবন্দী হন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ৮ উইকেটের জয়ে তামিম-সৌম্য ২৫.৪ ওভারে করেছিলেন ১৪৫ রান। ওই ম্যাচে তামিম খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। সৌম্য অপরাজিত ছিলেন ১২৭ রানে। দুই বাঁ হাতি ওপেনার টানা দুই ম্যাচে শতরানের জুটি গড়েন। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম। তবে শতরানের দুটি জুটি রয়েছে তামিম ও এনামুল হক বিজয়েরও। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বার শতরানের জুটি গড়েন বাংলাদেশের ওপেনাররা। প্রথম শতরানের জুটি শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপির। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুজনে করেছিলেন ১৭০ রান। ওই ম্যাচেই অপি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নাম লিখেছিলেন ইতিহাসের সোনালি পাতায়। বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচেও উদ্বোধনী জুটিতেও শতরান ছিল। ১৯৯৭ সালে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে অসাধারণ জয়ের ওই ম্যাচে ১৩৭ রানের জুটি গড়েছিলেন আতহার আলি ও মোহাম্মদ রফিক। তামিম ইকবাল ও সৌম্য সরকারের টানা শতরানের জুটিতে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তিনশোর্ধ্ব রানের ইনিংস খেলল। তামিম, সৌম্য ও সাকিবের হাফসেঞ্চুরিতে ৩০৭ রান করে মাশরাফিবাহিনী। প্রতিবেশী দেশের বিপক্ষে এটাই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ৬ উইকেটে ২৯৬।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
তামিম-সৌম্যর টানা শতরানের জুটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর