মাত্র একটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সৌম্য সরকার। বাঁ হাতি ব্যাটসম্যানকে বিশ্বকাপে স্কোয়াডে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল তখন! কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল ২২ বছরের তরুণের উপর। তার প্রতিদানও দেন ন্যাটা সৌম্য। ধারাবাহিকভাবে রান করে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ করে দেন বাংলাদেশকে। সেই সৌম্য কাল খেললেন ক্যারিয়ারের ১১ নম্বর ওয়ানডে। সে সঙ্গে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে মুগ্ধতা ছড়ান। আরেক বাঁ হাতি ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বেঁধে ভারতের বিপক্ষে গড়েন ১০২ রানের জুটি। যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১২ নম্বর এবং টানা দ্বিতীয় শতরানের জুটি। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজেও ১৪৫ রানের জুটি গড়েছিলেন দুজনে। কাল দুজনের টানা দ্বিতীয় সেঞ্চুরির জুটিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো তিনশোর্ধ্ব ইনিংস খেলে বাংলাদেশ।
কাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে চার পেসার দিয়ে একাদশ সাজিয়ে চমক দেন টিম ম্যানেজমেন্ট। সেই চমক থাকতে থাকতেই বিস্মিত করেন সৌম্য ও তামিম। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, রবীচন্দন অশ্বিন, সুরেশ রায়না, রবীন্দ জাদেজাদের বোলিংকে সাধারণমানে নামিয়ে ১৩.৪ ওভারে ১০২ রান যোগ করেন স্কোরকার্ডে। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে নাভিশ্বাস উঠেছিল ভারতীয় বোলারদের। প্রথম পাওয়ার প্লেতে দুজনে স্কোর বোর্ডে লিখেন ৭৯ রান। প্রথম ৫ ওভারে যেখানে ছিল ২৭ রান। সেখানে পরের ৫ ওভারে রান উঠে ৫২ রান! তামিম ও সৌম্য দুজনেই করেন হাফসেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলা সৌম্য কাল সাজঘরে ফিরেন দুর্ভাগ্যজনকভাবে রান আউটের খড়গে পড়ে। ৫৪ রানের ইনিংসে এমন কিছু দৃষ্টিনন্দন অফ ড্রাইভ, পুল, গ্লাইড খেলেন, যার কাছে ম্লান দেখাচ্ছিল তামিমকে। ৪০ বলের ঝড়ো গতির ইনিংসে একটি ছক্কা ছাড়াও ছিল ৮টি বাউন্ডারি। ইনিংসের ১৪ নম্বর ওভারের চতুর্থ বলে মোহিতের ইয়র্কারকে কোনোরকমে ঠেকিয়ে দ্রুত সিঙ্গেল নিতে চাইলেন তামিম ও সৌম্য। কিন্তু জাদেজার দুর্দান্ত থ্রোইংয়ে রান আউট হন সৌম্য। সৌম্য সাজঘরে ফেরার পর আরও দুই ওভার খেলা হয়। এরপর হানা দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে ৫০ মিনিট। পুনরায় খেলা শুরু হলে তামিম ৬০ রানের বেশি করতে পারেননি। অশ্বিনকে লং অফ দিয়ে সীমানার বাইরে ফেলতে যেয়ে রোহিত শর্মার তালুবন্দী হন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ৮ উইকেটের জয়ে তামিম-সৌম্য ২৫.৪ ওভারে করেছিলেন ১৪৫ রান। ওই ম্যাচে তামিম খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। সৌম্য অপরাজিত ছিলেন ১২৭ রানে। দুই বাঁ হাতি ওপেনার টানা দুই ম্যাচে শতরানের জুটি গড়েন। যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম। তবে শতরানের দুটি জুটি রয়েছে তামিম ও এনামুল হক বিজয়েরও। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১২ বার শতরানের জুটি গড়েন বাংলাদেশের ওপেনাররা। প্রথম শতরানের জুটি শাহরিয়ার হোসেন বিদ্যুত ও মেহরাব হোসেন অপির। ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুজনে করেছিলেন ১৭০ রান। ওই ম্যাচেই অপি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নাম লিখেছিলেন ইতিহাসের সোনালি পাতায়। বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচেও উদ্বোধনী জুটিতেও শতরান ছিল। ১৯৯৭ সালে ভারতের হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে অসাধারণ জয়ের ওই ম্যাচে ১৩৭ রানের জুটি গড়েছিলেন আতহার আলি ও মোহাম্মদ রফিক। তামিম ইকবাল ও সৌম্য সরকারের টানা শতরানের জুটিতে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে তিনশোর্ধ্ব রানের ইনিংস খেলল। তামিম, সৌম্য ও সাকিবের হাফসেঞ্চুরিতে ৩০৭ রান করে মাশরাফিবাহিনী। প্রতিবেশী দেশের বিপক্ষে এটাই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ৬ উইকেটে ২৯৬।
শিরোনাম
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
তামিম-সৌম্যর টানা শতরানের জুটি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর