গত বছর বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে খেলার সুযোগ হারিয়েছিল কলম্বিয়া। সেই ম্যাচে কলম্বিয়া দুর্দান্ত খেলেও পারেনি। তবে পরাজয়ের পর ক্ষোভটা থেকেই গিয়েছিল। কলম্বিয়ানরা গতকাল ভোরে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটাল। কোপা আমেরিকার গ্রুপ পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে কলম্বিয়া বাঁচিয়ে রাখলো চলমান কোপা আমেরিকার নকআউট পর্ব খেলার আশা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার কাছে হারায় রদ্রিগেজ-ফ্যালকাও-বাক্কাদের নিয়ে গড়া দলটার নকআউট পর্বই ছিল অনিশ্চিত! এদিকে ব্রাজিলের সামনেই এখন কোয়ার্টার ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে গেল। কলম্বিয়ার কাছে পরাজয়ের ব্যর্থতা মোটেও সহ্য করতে পারেননি নেইমার। বার্সেলোনার ব্রাজিলিয়ান এ তারকা ম্যাচ শেষে মাঠেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের গায়ে বল দিয়ে আঘাত করেন। কলম্বিয়ানরাও ক্ষেপে যায়। নেইমারের এ রুদ্র রূপ দেখে চিলিয়ান রেফারি এনরিকে লাল কার্ড দেখিয়ে দেন। মুরিলোর গোলে জয় পাওয়া কলম্বিয়াও রেহাই পায়নি। বাক্কাও দেখেছেন লাল কার্ড। তবে ক্ষতিটা ব্রাজিলেরই হলো সবচেয়ে বেশি। নেইমার তো কেবল অধিনায়কই নন, ব্রাজিলের প্রাণ ভোমরাও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে নেইমারকে পাশে পাচ্ছেন না কোচ দুঙ্গা। এমনকি গ্রুপ পর্ব পাড়ি দিয়ে শেষ আটে পৌঁছলে সেখানেও খেলতে হবে নেইমারকে ছাড়াই। অবশ্য ব্রাজিল কোচ দুঙ্গার কণ্ঠে আত্দবিশ্বাসের সুর। তিনি বলেন, 'আমরা এর আগেও নেইমারকে ছাড়া খেলে সফল হয়েছি।' তবে নেইমারের লাল কার্ডটাকেও তিনি মেনে নিতে পারছেন না। সরাসরি বলে দিয়েছেন, রেফারির নাকি এটা কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত। রেফারির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন নেইমারের বার্সেলোনা সতীর্থ দানি আলভেসও। কলম্বিয়ার জয়ে সি গ্রুপের হিসাব অনেকটাই বদলে গেল। ব্রাজিল, ভেনেজুয়েলা ও কলম্বিয়া তিন দলেরই সংগ্রহ তিন পয়েন্ট করে। যদি আজ ভোরে পেরু জয় পেয়ে থাকে ভেনেজুয়েলার বিপক্ষে তবে তাদেরও হবে তিন পয়েন্ট। সেক্ষেত্রে সি গ্রুপে শেষ ম্যাচটাই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে চার দলের জন্য।