‘ক্রিকেট ইতিহাসের সেরা টিম জার্সি কোনটি?' এই শিরোনামে এক ব্যতিক্রমী জরিপের আয়োজন করেছে ক্রীড়াবিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। এই জরিপে সেরা ১৭টি জার্সির মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপ ২০১৫ জার্সিটি।
ভোটিং পোলে স্থান পেয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুটি করে জার্সি। নিউজিল্যান্ড দলের চারটি জার্সি এবং বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দলের একটি করে জার্সি স্থান পেয়েছে এ প্রতিযোগিতায়। জরিপের ভোটে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের জার্সিটি।
বাংলাদেশ জাতীয় দলের জার্সির ডিজাইন করেছেন সেজান লিংকন। তার মতে, বাংলাদেশের জার্সিটিই সেরা জার্সি হিসেবে ভোটে জয়যুক্ত হবে। তিনি জানান, 'আয়োজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করার পর চারটা জার্সি পাঠাই ওখানে। সেখান থেকে বিশ্বকাপের জার্সিটিই নির্বাচিত করেছে তারা। ভোটিং পোলে টাইগারদের জন্য কমপক্ষে ১০ লাখ ভোট দেখতে চাই। আমরা চাইলেই পারি ভোট দিয়ে আমাদের জার্সিকে এক নম্বরে নিয়ে যেতে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারাও তাদের ফেসবুক পেজে এটি শেয়ার করবেন। আমাদের লাল-সবুজ জার্সিটিই সেরা হবে বলে আশা করি।'
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/শরীফ