চট্টগ্রাম থেকে আজ রবিবার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুপুর ১টায় চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর উভয় দলই টিম হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
মিরপুরে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলার পর তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ৯ উইকেটে জিতে দ.আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। এর পর একই ভেন্যুতে ২১ জুলাই থেকে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়।
উল্লেখ্য, ৩০ জুলাই থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/শরীফ