বাংলাদেশ জাতীয় দলের সেরা বোলারদের একজন রুবেল হোসেন। বিশ্বকাপের আগে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে বিতর্কে জড়িয়ে আলোচিত-সমালোচিত হন বাগেরহাট এক্সপ্রেস খ্যাত এই পেসার। সেই রুবেল হোসেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে আপাতত সেসব বিষয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান রুবেল।
সম্প্রতি স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটায় জানালেন স্বয়ং রুবেল হোসেনই। সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন তিনি।
বিয়ের প্রসঙ্গে তিনি বললেন, এখন এইসব নিয়ে কিছু ভাবছি না। যদি হয় তাহলে পরের বছর।
চলতি বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের পর তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বেড়েছে তার ভক্তের সংখ্যাও। ‘হ্যাপি কাণ্ড’-এর পর অবশ্য পাত্রী খোঁজার দায়িত্ব থেকে দূরেই থাকতে চাইছেন রুবেল। সেই কারণে বাবা-মায়ের পছন্দ করা মেয়ের গলাতেই মালা পড়াবেন বলে জানিয়ে দিলেন তিনি।
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গে রুবেলের মন্তব্য, ‘আমার সম্পর্কে অনলাইনে অনেক কিছু লেখা-লেখি হয়েছে। কিন্তু কারা এগুলো করছে জানি না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমরা যারা ক্রিকেটার, তারা সেলিব্রেটি। আমাদের নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেই পারেন।
https://www.youtube.com/watch?v=y8q2eIui2Hg
বিডি-প্রতিদিন/২৬ জুলাই, ২০১৫/মাহবুব