আবাহনী ও শেখ জামালের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পরও শিরোপার স্বপ্ন টিকে আছে শেখ রাসেল ক্রীড়া চক্রের। বাংলাদেশ পেশাদার লিগের দ্বিতীয় শিরোপা পেতে দলটিকে এজন্য পরবর্তী পাঁচ ম্যাচ জিততেই হবে। অপেক্ষা করতে হবে শেখ জামালের টানা তিন হারের। এমন হিমালয় ডিঙানো সমীকরণকে সঙ্গী করে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসির বিপক্ষে খেলতে নামে শেখ রাসেল। দুই ম্যাচে হারের চাপ সামলে গতকাল জয়ে ফিরে। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। দ্বিতীয়ার্ধের দুই গোলের জয়ে ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখন তৃতীয়স্থানে। শীর্ষে থাকা শেখ জামাল ও দ্বিতীয় স্থানে মোহামেডান থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছে দলটি। জামালের পয়েন্ট ৪২ ও মোহামেডানের ৩৪। অর্থাৎ শিরোপা জিততে হলে শেখ রাসেলকে এখন শুধু চার ম্যাচ জিতলেই চলবে না, জামালকে হারতে হবে তিন ম্যাচ। শেষ মূহূর্তে লিগে নাটকীয়তা কিছু ঘটে কি-না তা দেখার অপেক্ষায় থাকতে হবে।
আগের দুই ম্যাচের হারের মানসিকতা ঝেড়ে ফেলে কাল আসরে নিজেদের ১৬ নম্বর ম্যাচ খেলতে নামে শেখ রাসেল। জয়ের জন্য ক্ষুধার্ত শেখ রাসেল শুরুর বাঁশি থেকে ছোট ছোট পাসে অলআউট ফুটবল খেলতে থাকে। ১০ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় দলটি। ডি-বক্সের বাইরে থেকে কিংসলে চিগোজি ডিফেন্স চেড়া পাস দেন দলের বসনিয়ান স্ট্রাইকার দামির ইবরিককে। ইবরিক বল ধরে ইনসাইড ডজে রক্ষণভাগের শেষ ফুটবলারকে কাটিয়ে ডান পায়ে মাটি কামড়ানো শট নেন। কিন্তু দ্রুত গোলবার ছেড়ে বাইরে বেরিয়ে আসা বিজেএমসির গোলরক্ষক হিমেলের অ্যাঙ্গেলকে পরাস্থ করা সম্ভব হয়নি। ফলে এগিয়ে যাওয়া হয়নি শেখ রাসেলের। প্রথমার্ধের অধিকাংশ সময় বল পায়ে থাকলেও গোল পায়নি শেখ রাসেল।
প্রথম ম্যাচে কিংবা দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধে শ্রাবণের অঝোর ধারার কোনো দেখা ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথমে ঝিরিঝিরি এবং পরে ধুম বৃষ্টি হয়। তাতে খেলার গতি বাধাগ্রস্ত হয়। মাঠ পিচ্ছিল হয়ে পড়ে। ফলে এলোমেলো, খাপছাড়া খেলা খেলতে থাকে দুই দল। লং পাসে খেলতে চেষ্টা করে। ১৬ মিনিটে রাসেল মাহমুদ লিটনের দৃঢ়তায় গোল খাওয়া থেকে বেঁচে যায় শেখ রাসেল। ডান প্রান্ত থেকে বল রাসেলের ডি-বক্সে পড়ে, গোলরক্ষক এগিয়ে আসায় নাবিব নাওয়াজ শেষ মুহূর্তে বলে টোকা দিতে পারেননি। ওই যাত্রায় রক্ষা পাওয়ার দুই মিনিট পর পেনাল্টি পায় শেখ রাসেল। ডি-বক্স থেকে বল ধরে কিংসলে চিগোজি ঢুকে পড়েন ছোট বক্সে, তখনই হিমেল দৌড়ে এসে ফেলে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার চিগোজিকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। রেফারির সিদ্ধান্ত না মেনে মাঠের বাইরে চলে আসে টিম বিজেএমসির ফুটবলাররা। আট মিনিট পর অবশ্য মাঠে ফিরে দলটি। ৭১ মিনিটে পেনাল্টিতে ক্যামেরুনের জিন ইকাঙ্গা ঠাণ্ডা মাথায় গোল করে দলকে উৎসবে ভাসান (১-০)। দুশ্চিন্তা থেকে মুক্ত করেন। চার মিনিট পর বসনিয়ান স্ট্রাইকার দামির দুর্দান্ত গোল করে চমকে দেন সবাইকে। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ডান পায়ের বাঁকানো শটে গোলসংখ্যা দ্বিগুণ করেন এ বসনিয়ান (২-০)। শেখ জামালের বিপক্ষেও বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন দামির ইবরিক। ৮৫ মিনিটে গোল ব্যবধান কমায় টিম বিজেএমসি(১-২)। রক্ষণভাগের ভুলে জটলা থেকে গোলটি করেন তপু। এদিকে ঘটনাবহুল দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। দুই অর্ধের গোলে ২-১ ব্যবধানে ফেনী সকারকে হারিয়েছে মতিঝিল পাড়ার দলটি। এই জয়ে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
শিরোনাম
- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
- স্ত্রীসহ বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বেসরকারি খাতে আস্থার সংকট রয়েছে : অর্থ উপদেষ্টা
- খাদের কিনারা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
- ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে: তারেক রহমান
- দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণে কমেছে ভোগান্তি, বাড়ছে দর্শনার্থী
- সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?
- ফরিদপুরে শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল
- নড়াইলে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
- গোপনে ২২শ’ কোটি টাকার নজরদারি সরঞ্জাম কিনেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার
- নীলফামারীতে নানা আয়োজনে যুব দিবস পালন
- দেশজুড়ে অভিযান: শব্দ, বায়ু ও পলিথিন দূষণে কঠোর ব্যবস্থা
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে আবারো বন্যার শঙ্কা
- কলাপাড়ায় কেঁচো সার উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- গোপালগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
- নীলফামারী পৌরসভার দশ কর্মীকে বাইসাইকেল প্রদান
- আরাফাত রহমান কোকোর জন্মদিনে নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- চট্টগ্রামে টাইফয়েড টিকা নিয়ে কর্মসূচি
জয়ে ফিরল শেখ রাসেল
শেখ রাসেল ২ : ১ বিজেএমসি, মোহামেডান ২ : ১ ফেনী সকার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সত্যিই কি বিয়ে করতে চলেছেন রোনালদো? জর্জিনার নতুন পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভয়ে পালাচ্ছে বাঙালি শ্রমিকরা, দিল্লি, নয়ডা, গুরুগ্রামে গৃহকর্মীর তীব্র সংকট!
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম