চট্টগ্রাম থেকে একই বিমানে ঢাকায় পা রাখেন মুশফিকুর রহিম, হাশিম আমলারা। পাশপাশি সিটে বসে এসেছেন ডেল স্টেইন, মুস্তাফিজুর রহমানরা, কিন্তু খুব সখ্যতা কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না দুদলের ক্রিকেটারদের। সবাই ব্যস্ত ছিলেন সতীর্থদের নিয়ে। অথচ ক্রিকেট সবচেয়ে বন্ধুত্বপূর্ণ এবং পারিবারিক এক খেলা। কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মধ্যে এখন সেই মেজাজটা নেই। এখন দুই দল পরস্পরের শত্রু ময়দানি লড়াইয়ে।
	মাঠের বাইরেও যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাও বলা যাচ্ছে না। ঢাকা টেস্টের আগে সেটা যে একেবারে শূন্যের কোটায়, শতভাগ নিশ্চিত। বৃষ্টিতে শেষ দুদিন ভেসে না গেলে চট্টগ্রাম টেস্টের ফল হয়তো বাংলাদেশের দিকেই হেলে পড়তো। এমন ফল হয়তো কল্পনার, কিন্তু মুস্তাফিজ, জুবায়ের হোসেন, মাহমুদুল্লাহ, তামিম, লিটন দাস, সাকিবরা যে প্রত্যয়ী পারফরম্যান্স করেছেন, সেটা ঢাকা টেস্টেও দেখা যাবে। চট্টগ্রামের আত্মবিশ্বাস নিয়ে মিরপুরে নামবেন মুশফিকরা, কিন্তু আমলা, স্টেইনদের কঠিন চ্যালেঞ্জের মুখে যে পড়তে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এজন্য বলাই যায়, অন্য যে কোনো সময়ের চেয়ে এবার অনেক বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের। অনেক বেশি লড়াই করতে হবে মুশফিক বাহিনীকে। ৩০ জুলাই-৩ আগস্ট সেই লড়াই নিঃসন্দেহে অন্যমাত্রা দিবে টেস্ট ক্রিকেটের!
	চট্টগ্রামে টাইগাররা পা রেখেছিল প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে। অসাধারণ ক্রিকেট খেলে সেই স্বপ্ন পূরণ করে টাইগাররা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। ওয়ানডে সিরিজ জয়ের গগনচুম্বী আত্মবিশ্বাস নিয়ে মুশফিকরা ঝাঁপিয়ে পড়েন টেস্টে। এরপর পাঠকের সবই জানা।
	ফিল্ডিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে বেধে রাখা, মুস্তাফিজের হ্যাটট্রিকের আশা জাগিয়ে চার বলে তিন উইকেট নেওয়া, জুবায়েরের ঘূর্ণি; আত্মবিশ্বাস জোগায় তামিমদের। সেই আত্মবিশ্বাসে ব্যাট করতে নেমে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে ৩২৬ রান এবং লিড, সবকিছুই হয়েছে চট্টগ্রামে। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা বিনা উইকেটে ৬১ রান তোলার পর বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এরপর আর খেলা হয়নি। চতুর্থ ও পঞ্চম দিন খেলা না হলেও ইতিহাসের পাতায় ঠাঁই নেন ‘বিস্ময় বালক’ মুস্তাফিজ। অভিষেক টেস্টে চার বলে তিন উইকেট নিয়ে ইতিহাস লিখেন এই বাঁ হাতি পেসার। অসাধারণ পারফরম্যান্স করে তারকা ক্রিকেটারদের পেছনে ফেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। এটাও ইতিহাস। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ক্রিকেটার একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে অভিষেকে ম্যাচ সেরার বিরল কীর্তি গড়েন। অবশ্য বাংলাদেশেরই বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানি অভিষেক টেস্ট ও টি-২০ ম্যাচে সেরা হয়েছিলেন।
	এমন সব কীর্তি নিয়ে বৃহস্পতিবার মিরপুরে টেস্ট খেলতে নামবে মুশফিকরা। যা সিরিজ নির্ধারণী টেস্ট। ওই টেস্টেই নির্ধারিত হবে সিরিজ জিতবে কে ? না চট্টগ্রামের মতো ঢাকা টেস্টও ড্র হবে। জিততে যেমন প্রস্তুত আমলা বাহিনী, তেমনি মুশফিকরাও প্রথমবারের মতো আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিততে মাঠে নামবে।
শিরোনাম
                        - নোয়াখালীতে ট্রাক চাপায় তিন যাত্রী নিহত
 - স্ত্রীকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
 - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার
 - চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
 - মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের
 - ‘ফিলিস্তিনি যোদ্ধাদের মৃত্যুদণ্ড’ বিল পাসের পথে ইসরায়েলি সংসদ
 - বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
 - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর
 - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর
 - যে জেলার কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি
 - মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
 - সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
 - সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল
 
ঢাকা টেস্ট
প্রস্তুত আমলা, প্রস্তুত মুশফিক
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর