মারিয়া শারাপোভার আছে আঠাশ বসন্তের যোগফল। আর দিমিত্রভের চারটে কম। কিন্তু দুই মনের মিলের জন্য বয়সটা যে খুব জরুরি নয়! দুই বছর আগে বুলগেরিয়ান টেনিস তারকা দিমিত্রভ শারাপোভাকে গোলাপ দিয়ে মন জয় করেছিলেন। এরপর শারাপোভা একদিন এই 'বেবি ফেদেরার'কে নিজের প্রেমিক বলে ঘোষণা করলেন। এইতো সেদিনও শারাপোভা বলছিলেন, দিমিত্রভ নাকি তাকে খুব সম্মান করে। তার ভালো লাগাকে মূল্যায়ন করে। কিন্তু কীসের কী! দীর্ঘ দুই বছরের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আলাদা হয়ে গেলেন রুশ সুন্দরী শারাপোভা এবং বুলগেরিয়ান দিমিত্রভ। ঘোষণাটা এসেছে দিমিত্রভের পক্ষ থেকেই- 'মারিয়া শারাপোভা আর আমার পথ আলাদা হয়ে গিয়েছে।' তবে এরই মধ্যে এই বিচ্ছেদের কারণ অনুসন্ধান খুঁজতে শুরু করেছেন অনেকে। কী কারণে ক্রীড়াঙ্গনের এ জুটি নিজেদের আলাদা করে নিলেন! অনেকেই বলছে, শারাপোভা নাকি একা একা সমুদ্র সৈকতে গিয়ে খুব খোলামেলা পোশাকের ছবি তুলেছেন। এতেই অসন্তুষ্ট হয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন দিমিত্রভ। আবার অনেকে বলছেন, একদিকে পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী শারাপোভা অন্যদিকে গ্র্যান্ডস্লাম ফাইনালেই খেলতে পারেননি দিমিত্রভ, দুজনের মধ্যে মিলটা হবে কী করে! আবার কারও মতে, সেরেনার সঙ্গে টানা সতের ম্যাচে শারাপোভা হেরেছেন বলেই নাকি দিমিত্রভ তাকে ছেড়ে চলে গেছেন। অবশ্য বুলগেরিয়ান টেনিস তারকা বলছেন, 'আমি এখন টেনিসে আরও মন দিতে চাই। এই গ্রীষ্মটা আমার জন্য নতুনভাবে শুরু করার।' শারাপোভাই ছিলেন দিমিত্রভের ব্যর্থতার প্রধান কারণ!