১৬-২০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলা অনুষ্ঠিত হবে। 'ডি' গ্রুপের ম্যাচগুলোতে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান লড়বে। ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌদিআরবের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত এবং ২০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।