তিন বছরের চুক্তিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন অার্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। নিয়মিত গোলরক্ষক ডেভিড ডে জেয়াকে নিয়ে অনিশ্চয়তা এবং তার সঙ্গে চুক্তি শেষ বর্ষে পৌঁছায় রোমেরোকেই শেষ পর্যন্ত বেছে নিলো ক্লাবটি। এছাড়া ডে জেয়াকে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদও তাদের দলে ভিড়াতে চাইছে। ফলে তাকে নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। খবর বিবিসির
অার্জেন্টাইন গোলরক্ষক রোমেরো সম্প্রতি ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া ছাড়েন। ফলে তাকে দলে ভেড়াতে ম্যানইউর তেমন সমস্যা হয়নি। রোমেরো গত বছর অনুষ্ঠিত ২০তম বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার গোলরক্ষকের দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ