জ্যামাইকাকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গোল্ড কাপ শিরোপা জিতেছে মেক্সিকো। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসেলভিনিয়ায় অনুষ্ঠিত খেলায় ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় মেক্সিকো। নিকোলাস আগুইলার বানানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন গারদাদো। এরপর ৪৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কোরোনা। ৬১ মিনিটে পেরালতার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো। খেলার ৮০ মিনিটে একমাত্র গোলের দেখা পায় জ্যামাইকা। এ নিয়ে সাতবারের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো দেশটি।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/শরীফ