কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হচ্ছে প্যান আমেরিকান গেমস-২০১৫। এখানে অংশ নিতে যায় কিউবার পুরুষ হকি দল। কিন্তু অবাক করা বিষয় হলো- ১৬ খেলোয়াড়ের ৭ জনই পালিয়ে গেছেন।
১৬ জনের ৭ জন পালিয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়ে কিউবার পুরুষ হকি দল। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে মাত্র ৮ জন নিয়ে তাদের খেলতে নামতে হয়েছে। আর হেরে যায় ১৩-০ গোলের ব্যবধানে। এরপরই খেলোয়াড় পালিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় আসে।
এ বিষয়ে দলের সদস্য রজার আগুইলেরা বলেন, 'সবাই জানেন আমাদের দলে কী হয়েছে। যুক্তরাষ্ট্রে আমাদের দলের সাত সদস্য পালিয়ে গেছেন।'
কিউবার খেলোয়াড় পালানোর ঘটনা প্রথম নয়। কিউবার খেলোয়াড়দের বিদেশে বেশি বেতনে কাজ করার সুযোগ থাকায় আগে থেকেই খেলোয়াড় পালানোর ঘটনা ঘটে আসছে। এর আগে ১৯৯৯ সালে উইনিহেগে অনুষ্ঠিত প্যান আমেরিকান গেমস থেকে কিউবা দলের আট সদস্য পালিয়ে গিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বেসবল, ভলিবল বা মুষ্ঠিযুদ্ধে অংশ নেওয়া খোলোয়াড়রাও পালিয়ে যাওয়া যায়। এটা বন্ধ করতে কিউবার সরকার খেলোয়াড় ও শিল্পীদের বেতন বাড়ায়। পাশাপাশি বিদেশের ক্লাবের হয়ে খেলারও অনুমতি দেয়। কিন্তু তারপরও খেলোয়াড়দের পালানো বন্ধ হচ্ছে না।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই ২০১৫/ এস আহমেদ