ঢাকা টেস্টের প্রথম দিনে উইকেট পতনের মধ্য দিয়ে দিনের খেলা শেষ হয়েছে। প্রথম সেশনে এক উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনের শুরুতে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যে বিপর্যয়ে পড়েছে, দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ৯৪ রানের জুটিতে তা অনেকটাই কাটিয়েছে স্বাগতিকরা। তবে দিনের ৬৩তম ওভারে ব্যক্তিগত ৩৫ রানে ডেল স্টেইনের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর মশফিক-সাকিবের জুটিতে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ। কিন্তু ৭৫তম ওভারের প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে মুশফিকুর রহিমকে। আউট হওয়ার আগে তিনি করেছেন ৬৫ রান। টেস্টে টানা ১১ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পেলেন তিনি। ৮৮.১ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৪৬ রান।
এর আগে ঢাকা টেস্টের শুরুতেই তামিম ইকবালকে হারানো বাংলাদেশের পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিল ইমরুল কায়েস ও মুমিনুল হক। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়ে এগিয়ে চলে এই দুই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু লাঞ্চ বিরতির পর এক ওভারের ব্যবধানে প্রথমে মুমিনুল ও পরে ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ইমরুলের জুটি করে ৬৯ রান। মুমিনুল আউট হন ৪০ এবং ইমরুল ৩০ রানে। এরপর মাহমুদুল্লাহকে সাথে নিয়ে দলের হাল ধরেণ অধিনায়ক মুশফিকুর রহিম। পূর্ণ করেণ নিজের অর্ধশতক। মাহমুদুল্লাহ ৩৫ রানে আউট হবার আগে এই জুটি করেছে ৯৪ রান।
ইনিংসের চতুর্থ ওভারে ডেল স্টেইনের বলে স্লিপে ডিন এলগারের হাতে জীবন পান তামিম ইকবাল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। স্টেইনের পরের ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।
তামিমকে ফিরিয়ে চারশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন। শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখান তিনি।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন অফ স্পিন অলরাউন্ডার নাসির হোসেন। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি।
একটি পরিবর্তন হয়েছে দক্ষিণ আফ্রিকা দলেও। ছন্দ হারিয়ে ফেলা কুইন্টন ডি ককের জায়গায় অভিষেক হয়েছে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাসের।
এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, , ফাফ ডু প্লেসি, স্টিয়ান ফন জিল, জেপি ডুমিনি, ডেন ভিলাস, ভ্যারন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, তেম্বা বাভুমা, স্যায়মন হারমার।
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/এস আহমেদ