বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল মাঠে গড়াবে বিপিএল। বিজ্ঞাপন দিয়ে মাঠে গড়ানোর বিষয় এবার নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব ওয়েবসাইট ও একটি দৈনিকে নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। তাতে স্পষ্ট করে দিয়েছে, নতুনরাই আবেদন করতে পারবেন এবং বাতিল করা হয়েছে আগের দুই আসরের সাত ফ্র্যাঞ্চাইজির স্বত্ব।
	আইপিএলের আদলে বিপিএল শুরু করে বিসিবি। প্রথম আসরেই বাজিমাত। অর্থের ঝনঝনানি এবং তারকা ক্রিকেটারের উপস্থিতি আগ্রহের সর্বোচ্চ মাত্রায় নিয়ে যায় বিপিএলকে। ২০১২ সালের প্রথম আসরে রংপুর ছাড়া বাকি ছয় বিভাগকে নিয়ে মাঠে গড়ায় চ্যাম্পিয়নশিপ। পরের বছর, ২০১৩ সালে ছয় বিভাগের সঙ্গে যোগ দেয় রংপুর। সাত বিভাগের চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথম আসরের চ্যাম্পিয়নও ছিল গ্ল্যাডিয়েটর্স। চলতি মে মাসে বিসিবি সিদ্ধান্ত নেয় ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় দলটিকে বিপিএলে খেলার অনুমতি দিবে না। দলটিই নয়, দলের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে।
	পুরনো ফ্র্যাঞ্চাইজিদের স্বত্ব বাতিল করা হয়েছে মূলত ক্রিকেটারদের দেনা-পাওনা পরিশোধ না করায়। পাওনা পরিশোধ করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারবার নোটিস করে বিসিবি। কিন্তু পাত্তা দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই বাতিলের সিদ্ধান্ত জানান বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘সব ফ্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব বাতিল করা হয়েছে। এরমধ্যেই আমরা নতুন মালিকানা চেয়ে বিজ্ঞাপন দিয়েছি। কি কি শর্ত পূরণ করতে হবে এজন্য সেসব পরিষ্কার করতে ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে নতুন একটি বিজ্ঞাপন দিব।’ বিপিএলের তৃতীয় আসরের নতুন দল চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখও ঠিক করেছে বিসিবি। নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসরটি মাঠে নামাতে চাইছে ক্রিকেট বোর্ড।  
	ক্রিকেট বোর্ড নতুন যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে স্পষ্ট করা হয়েছে ১৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী দলগুলোর জন্য ফ্লোর প্রাইজ বেঁধে দেওয়া হয়নি। তবে দলগুলোকে চার বছরের জন্য স্বত্ব দেওয়া হবে। প্রতি বছর অবশ্য দল গঠনের জন্য একটি বেজলাইন দিয়েছে বিসিবি। সর্বোচ্চ ৭ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলো। ক্রিকেটারদের সর্বোচ্চ এবং সর্বনিু পারিশ্রমিকও বেঁধে দিয়েছে বিসিবি। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা। অবশ্য কতজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন, সেটা চূড়ান্ত হয়নি এখনো।
	গত আসরের চট্টগ্রাম বিভাগের ফ্র্যাঞ্চাইজি নাম চিটাগাং কিংস এবং স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস। ঢাকা বিভাগের নাম ঢাকা গ্ল্যাডিয়েটর্স, স্বত্বাধিকারী শিহাব ট্রেডিং হাউস, খুলনার ফ্র্যাঞ্চাইজি খুলনা রয়্যালস এবং মালিক ওরিয়স স্পোর্টস, রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহী এবং স্বত্ব মোহন অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং রংপুরের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবং স্বত্বাধিকারী স্পোর্টস লিমিটেড। গুঞ্জন এবার স্বত্ব কিনতে পারে বেক্সিমকো লিমিটেড, প্রাইম ব্যাংক, ওরিয়ন-মোহামেডান এবং মোহন অ্যান্ড অ্যাসোসিয়েটস।  
শিরোনাম
                        - একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ নভেম্বর)
 - আমেরিকাকে যে কঠিন শর্ত দিলেন ইরানের খামেনি
 - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 
নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে বিসিবি
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক  
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর