বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের জাতীয় দলের বরেণ্য খেলোয়াড় সাতক্ষীরা কৃতি সন্তান সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানকে আজ শক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা সরকারি বালক উচচ বিদ্যালয় মাঠে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের ক্রিকেট বিস্ময়ের প্রাথমিক কারিগরী প্রতিষ্ঠান ‘সুন্দরবন ক্রিকেট একাডেমি’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে দেশের পক্ষে কৃতিত্ব অর্জন ও সাফলতার অন্যতম ভূমিকা রাখায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
একাডেমীর প্রধান উপদেষ্টা মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শেখ নিজাম উদ্দীন ও সৌম্যর গর্বিত পিতা কিশোরী মোহন সরকার। এ সময় ক্রিকেট তারকাদ্বয়কে এক নজর দেখার জন্য শত শত মানুষসহ শিশু ক্রিকেটাররা ভিড় জমায়।
অনুষ্ঠান শেষ পর্যায়ে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের হাতে একাডেমির পক্ষে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। এসময় তাদের প্রথম জীবনের কোচ গনমূখী ক্লাবের অধিনায়ক আলতাফ হোসেন একাডেমির জার্সি পরিয়ে দেন।