স্পিনারদের তৈরি করা সরু পথটাকে চওড়া করে দিলেন ভারতের ব্যাটসম্যানরা। গতকাল গলে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলি। দুই সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসেই ১৯২ রানের বড় লিড নিয়েছিল ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে ভারত করেছে ৩৭৫ রান।
সারা দিন লঙ্কান বোলারদের ভুগিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ বিকালে মাত্র ৪ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিয়ে আবারও স্বাগতিকদের বিপদে ফেলেছে ভারতীয় স্পিনাররা। গলেতে দ্বিতীয় দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ভারত। এই টেস্টে নাটকীয় কোনো ঘটনা না ঘটলে শ্রীলঙ্কার পরাজয় অনেকটা নিশ্চিতই বলা যায়। দ্বিতীয় দিন শেষে এখনো ১৮৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ১৯২ রানে পিছিয়ে থেকে গতকাল বিকালে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় এক রানের মাথায় দুই ওপেনার করুণারত্নে ও কৌশল সিলভা সাজঘরে ফিরে গেছেন। কালকের দিনটা ছিল বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের । তৃতীয় উইকেট জুটিতে তারা ২২৭ রান করে ভারতকে বড় সংগ্রহ এনে দেন। ধাওয়ান ২৭১ বলে খেলেছেন ১৩৪ রানের ইনিংস। অনেক দিন পর সেঞ্চুরি পেয়েছেন ভারতের অধিনায়ক কোহলিও। তিনি আউট হওয়ার আগে ১৯১ বলে করেছেন ১০৩ রান। তবে ধাওয়ান-কোহলি জুটির পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ছাড়া শেষ দিকে আর কোনো ব্যাটসম্যান সুবিধার করতে পারেনি। টেস্টে বাংলার ছেলে ঋদ্ধিমান তুলে নিয়েছেন টেস্টের প্রথম হাফ সেঞ্চুরি। তিনি ১২০ বলে করেছেন ৬০ রান। লঙ্কান বোলার থারিন্ডু কৌশল নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন নুয়ান প্রদ্বীপ। নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের শুরুতেই দুই উইকেট হারিয়ে এখন পরাজয়ের শঙ্কায়। তবে লঙ্কান তাকিয়ে রয়েছেন কুমার সাঙ্গাকারার দিকে। গতকাল শেষ বিকালে মাত্র কয়েক ওভার খেলা বাকি থাকলেও ব্যাট হাতে নামতে বাধ্য হয়েছেন সাঙ্গাকারা। পর পর দুই উইকেট পড়ে যাওয়ার পর নাইটওয়াচম্যান নামানোর সাহস পাননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।