ইংলিশ প্রিমিয়ার লিগে লুই ফন গালের শিষ্যরা শুভ সূচনা করেছিল গত সপ্তাহেই। মৌসুমের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে টটেনহ্যামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। শিরোপার লড়াইয়ে আজ এগিয়ে যাওয়ার জন্য মাঠে নামবে রেড ডেভিলরা। অ্যাস্টন ভিলার আতিথ্য গ্রহণ করছে লুই ফন গালের শিষ্যরা।
প্রতিপক্ষ হিসেবে অ্যাস্টন ভিলা মোটেও হুমকি নয় রেড ডেভিলদের জন্য। তবে মাঝে মধ্যে ম্যানইউর মতো দলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার যোগ্যতা আছে দলটার। গত মৌসুমেই যেমন অ্যাস্টন ভিলার কাছে দুই পয়েন্ট হারিয়েছিল ম্যানইউ। এসব অবশ্য অতীতের গর্বে নিক্ষেপ করে নতুন করে পথ চলতে শুরু করেছে রেড ডেভিলরা। লুই ফন গাল গত মৌসুমেই দলটাকে অনেকটা গুছিয়ে নিয়েছিলেন।