উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বার্সেলোনা। কেবল চ্যাম্পিয়ন্স লিগই নয়, দলটি জিতেছে লা লিগা এবং কোপা দেল রে কাপও। ট্রেবলজয়ী বার্সেলোনার দুই তারকা এবার স্থান পেয়েছেন উয়েফা সেরা ফুটবলারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। লিওনেল মেসির সঙ্গে আছেন লুইস সুয়ারেজ। সেরা তিনের তালিকায় অপর নামটি গতবারের উয়েফা বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।