ঢাকা ছাড়ার আগে কোচ জোসেফ আফুসি দৃঢ়ভাবে বলে গেছেন, এএফসি কাপে তার শিষ্যদের পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা রয়েছে। না, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এখনো বাছাইপর্ব পেরুনো সম্ভব হয়নি। কিন্তু উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আগামীকাল স্বাগতিক কিরগিজস্তানের আলগা ক্লাবের সঙ্গে ড্র করলেই গ্র“প চ্যাম্পিয়ন হয়ে শেখ জামাল এএফসি কাপে পরবর্তী রাউন্ডে উঠে যাবে। গতকাল অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ৪-১ গোলে ম্যাকাও চ্যাম্পিয়ন বেনফিকাকে পরাজিত করে। বিশ্ব ফুটবলে ম্যাকাওয়ের অবস্থান নিচের দিকেই। কিন্তু বাংলাদেশের ফুটবলে যে অবস্থা তাতে জয় পাওয়াটাই কঠিন হয়ে পড়েছে। কিন্তু ম্যাচের আগের দিন দলের নির্ভরযোগ্য ফুটবলার মামুনুল ইসলাম বলেছিলেন, ম্যাকাও শক্তি সম্পর্কে আমাদের আগাম কোনো ধারণা ছিল না। কিন্তু কিরগিজদের বিপক্ষে যে খেলা দেখেছি তাতে পরিকল্পনা করে খেলতে পারলে বেনফিকাকে বড় ব্যবধানেই হারানো সম্ভব।
পেশাদার লিগে শিরোপা নিশ্চিত করে জামাল আত্মবিশ্বাস নিয়েই কিরগিজস্তান উড়ে যায়। আর তা প্রমাণ দিল প্রথম ম্যাচেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিপক্ষ দুর্বল বা শক্তিশালী হোক না কেন মনোবল যদি তুঙ্গে থাকে তাহলে ভয়কে জয় করা কোনো ব্যাপারই নয়। তাছাড়া দেশের চ্যাম্পিয়ন দল হিসেবে টুর্নামেন্টে খেলতে গেছেন মামুনুলরা। তাই দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে মরিয়া তারা। সত্যি বলতে কি এত সহজভাবে শেখ জামাল আসর শুরু করবে তা কিন্তু প্রথম কয়েক মিনিটে মনেই হয়নি। বল অধিকাংশ সময় জামালের দখলেই ছিল। কিন্তু বেনফিকাও আক্রমণ চালায়। প্রথমার্থে ম্যাচ ছিল ১-১ গোলে ড্র।
দ্বিতীয়ার্ধে শেখ জামাল ভালোভাবে পেয়ে বসে ম্যাকাও চ্যাম্পিয়নকে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি। রনি ২, মামুনুল ও এমেকা ডালিংটন দলের পক্ষে ১টি করে গোল করেন। অসহায় বেনফিকাকে যেভাবে চেপে ধরেছিল তাতে গোলের সংখ্যা দুই হালি হলেও অবাক হওয়ার কিছু ছিল না। সহজ সহজ গোলের সুযোগ নষ্ট হয়েছে বেশকটি। জয় নিশ্চিত হওয়ার পর শেখ জামাল বাকি সময়ে অযথা ঘাম ঝরাতে চায়নি। বেনফিকা প্রথম ম্যাচে ২-০ গোলে হারে কিরগিজস্তান আলগারের কাছে। সে ক্ষেত্রে আলগার বিপক্ষে আগামীকাল ড্র করলেই গোল পার্থক্যে পরবর্তী রাউন্ডে উঠে যাবে শেখ জামাল। তবে কোচ আফুসি বলেছেন, ড্র নয়। জয়ের জন্য তার দল মাঠে নামবে। সত্যি বলতে কি গতকাল দিনটি ছিল ফুটবলেরই। সিলেটে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিদেশের মাটিতে শেখ জামালের জয়। ক্রিকেটে উৎসব চলছেই। এর মধ্যে ফুটবল সত্যিই এক আনন্দের দিন উপহার দিল দেশবাসীকে। প্রত্যাশা থাকবে সাফে যেমন বাংলাদেশের কিশোরদের শিরোপা, তেমনি শেখ জামালের কিরগিজস্তান জয়।
শিরোনাম
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
বেনফিকাকে উড়িয়ে দিল শেখ জামাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর