যুক্তরাষ্ট্র ও কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক দুটি প্রীতিম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ ডুঙ্গা। দলে ফিরেছেন তারকা খেলোয়াড় কাকা। সঙ্গে কোচ প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা দিয়েছেন ৩ ফুটবলারকে। তারা হচ্ছেন গোলরক্ষক অ্যালিসন, ফুলব্যাক ডাগলাস সান্টোস ও মিডফিল্ডার লুকাস লিমা
জাতীয় দলের হয়ে ৮৯টি ম্যাচ খেলা কাকা সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে জাপানের বিপক্ষে। ওই ম্যাচে এশিয়ান দেশটির বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল। ৩৩ বছর বয়সী কাকার সঙ্গে স্কোয়াডে ফিরেছেন গত বছর বিশ্বকাপের পর দলের বাইরে থাকা ফরোয়ার্ড হাল্ক ও লুকাস মৌরা।
তবে দলে নেই ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে অসাধারণ পারফর্মকারী ডুঙ্গার স্কোয়াডে নেই ফিলিপ কৌটিনহো। আর নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। তারপরও তাকে স্কোয়াডে রেখেছেন ডুঙ্গা।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এক প্রীতিম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর রেড বুলস স্টেডিয়ামে মুখোমুখি হবে কোস্টারিকার। আর ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের গিলেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ডুঙ্গার শিষ্যরা।
ব্রাজিলের স্কোয়াডটি হচ্ছে গোলরক্ষক জেফারসন, মার্সেলো, অ্যালিসন, ডিফেন্ডার ডেভিড লুই, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল পাউলিস্টা, ডানি আলভেস, ফিলিপ লুই, ড্যানিলো, ডাগলাস সান্টোস, মিডফিল্ডার লুই গাস্টাভো, ফারনান্দিনহো, এলিসা, র্যামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা, ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো, নেইমার, লুকাস মৌরা, হাল্ক ও ডাগলাস কোস্টা।
বিডি-প্রতিদিন/১৪ অাগস্ট ২০১৫/শরীফ