ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রিকার্ডো কাকা সাউ পাওলোতে খেলছেন গত বছর থেকে। অরল্যান্ডো সিটির কাছ থেকে লোনে তাকে দলে পেয়েছিল ব্রাজিলিয়ান এ ক্লাবটি। নিজ দেশের ক্লাবে সেই ২০০৩ সালের পর ফিরেছিলেন কাকা। সেই সঙ্গে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাও বেড়ে গিয়েছিল। এবার সত্যি সত্যিই ৩৩ বছর বয়সী এ তারকা ফুটবলারকে হলুদ জার্সিতে দেখতে যাচ্ছেন ভক্তরা। কোচ দুঙ্গা কাকাকে রেখেই দল সাজিয়েছেন। ৫ সেপ্টেম্বর কোস্টারিকা এবং ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুই ম্যাচের জন্য ঘোষিত দলে স্থান পেয়েছেন কাকা। ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাছাই পর্বের লড়াই। প্রথম ম্যাচেই তারা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কাকার মতো ফুটবলারদের অভিজ্ঞতা এ জন্যই খুব প্রয়োজন দুঙ্গার। এটা তিনি সরাসরি স্বীকারও করেছেন। 'কাকা একজন অসাধারণ ফুটবলার। তার অভিজ্ঞতা আমাদের খুব প্রয়োজন।'