ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকেই দাপট দেখিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে শীর্ষে। রবিবার পেল্লেগ্রিনির শিষ্যরা ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষ এভারটনকে। কলারভ ও সামির নাসরি দলের পক্ষে গোল করেছেন। ম্যানসিটির জয়ের রাতে চেলসিও মৌসুমের প্রথম জয় পেয়েছে। বার্সেলোনা থেকে আগত পেদ্রো রদ্রিগেজের নৈপুণ্যে ৩-২ গোলে ব্লুজরা হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচকে। পেদ্রো ছাড়াও চেলসির পক্ষে গোল করেছেন দিয়েগো কস্তা এবং আজপিলিকুয়েতা। এ জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ৯ নম্বরে উঠেছে। এদিকে ইতালিয়ান সিরি এ লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস পরাজয় দিয়েই মৌসুম শুরু করল। তুরিনে নিজেদের মাঠে ওল্ড লেডিরা ১-০ গোলে হেরেছে অডিনেসের কাছে। পরাজয় দিয়ে ইতালিয়ান সিরি এ লিগে যাত্রা করেছে এসি মিলানও। তারা ২-০ গোলে হেরেছে ফিওরেন্টিনার কাছে। তবে ইন্টার মিলান জয় দিয়ে শুরু করেছে। তারা ১-০ গোলে হারিয়েছে আটলান্টাকে। জার্মান বুন্দেস লিগায় জয় পেয়েছে বুরুসিয়া ডর্টমুন্ড। তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইঙ্গলস্টেডকে।