বেইজিং বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গতকাল মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০.৭৬ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছেন জ্যামাইকান অ্যাথলেট শেরলিন ফ্রেজার প্রাইস। এ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে টানা তিন সোনা জিতলেন এ জ্যামাইকান তারকা। এর আগে বার্লিন ও মস্কোতে সোনা জিতেছিলেন তিনি। গতকাল এই ইভেন্টে রুপা জেতেন নেদারল্যান্ডসের ডেফনি শিপার এবং তামা পান যুক্তরাষ্ট্রের টরি -এএফপি