এক সময় পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন। এমনি দলকে নেতৃত্বও দিয়েছেন। এরপর এক প্রকার হারিয়ে গিয়েছিলেন শোয়েব মালিক। অনেকে তো মনে করেছিলেন আর জাতীয় দলে ফেরা হবে না এ অলরাউন্ডারের। তবে আবার ফিরেছেন ক্রিকেটের সব ফরমেটে। তবে আগের থেকে অনেকটা পরিণত মালিক। সম্প্রতি পাঁচ বছর পর আবারও সাদা জার্সি গায়ে জাতীয় দলে সুযোগ পেয়ে ক্যারিয়ারের সেরা সময়টাতে অবস্থান করছেন মালিক। আর নিজের এই সাফল্যের জন্য স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার অনুপ্রেরণাই বেশি কাজ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে মালিকের ক্যারিয়ার সেরা ২৪৫ রানে ভর করে ৮ উইকেটে ৫২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। চলতি সিরিজ ছাড়াও জিম্বাবুয়ে সিরিজেও নিজের সেরাটার জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন মালিক।
এই প্রসঙ্গে মালিক বলেন, ‘ডাবল সেঞ্চুরি সব সময় আসে না। যখন সানিয়া টেনিসে ভালো করে তখন সেটা আমাকে ক্রিকেটের ২২ গজে প্রেরণা দেয়।’
মাত্র কয়েকদিন আগে চায়না ওপেনে দ্বৈত শিরোপা জিতেছেন সানিয়া। স্ত্রীর এমন সাফল্যে ক্রিকেটেও মালিক ভালো করার চাপ অনুভব করেন। এ প্রসঙ্গে মালিক বলেন, ‘সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে সানিয়ার সাফল্যের পর মনে হয় একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমিও কিছু চাপ অনুভব করেছিলাম। আমরা প্রতিদিনই একে অপরের সঙ্গে কথা বলতাম। আমি তার সাফল্যের জন্য অভিনন্দন জানাতাম এবং সে আমাকে এখন অভিনন্দন জানাচ্ছে।’
বিডি-প্রতিদিন/১৬ অক্টোবর, ২০১৫/মাহবুব