ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচ একদিনের সিরিজের রাজকুটে চলমান তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পর্যন্ত ২৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৯ করেছে সফরকারীরা। ওপেনার কুইন্টন ডি কক ৭৩ রান ও পাফ ডু প্লেসিস ২৪ রান নিয়ে ক্রিজে আছেন। ভারত অাজকের ম্যাচে উমেশ যাদবের জায়গায় স্পিনার অমিত মিশ্রকে নিয়েছে। তবে সফরকারীরা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ এ সিরিজে সমতা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ